স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

লা লিগা ছেড়ে ইউরোপে নতুন ঠিকানা খুঁজছে রিয়াল মাদ্রিদ!

লা লিগা ছাড়ার কথা ভাবছে লস ব্লাঙ্কােসরা। ছবি : সংগৃহীত
লা লিগা ছাড়ার কথা ভাবছে লস ব্লাঙ্কােসরা। ছবি : সংগৃহীত

স্প্যানিশ ফুটবলের ইতিহাসে এমন ঘটনা খুব কমই দেখা গেছে—লা লিগার সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ তাদের ঘরোয়া লিগ ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা ভাবছে! সভাপতি হাভিয়ের তেবাসের সঙ্গে দীর্ঘদিনের সংঘাত, বিতর্কিত রেফারিং সিদ্ধান্ত এবং স্প্যানিশ ফুটবলের অভ্যন্তরীণ রাজনীতি—এসব কিছু মিলিয়ে ক্লাবটি এতটাই ক্ষুব্ধ যে, তারা সিরি আ, বুন্দেসলিগা বা লিগ ওয়ানে যোগ দেওয়ার সম্ভাবনা পর্যালোচনা করছে।

বিতর্কের সূত্রপাত কোথায়?

সাম্প্রতিক ঘটনাবলীর মধ্যে সবচেয়ে আলোচিত হলো ওসাসুনার বিপক্ষে ম্যাচে জুড বেলিংহামের লাল কার্ড। ম্যাচের শেষ মুহূর্তে রেফারির সঙ্গে কথোপকথনের জেরে বেলিংহামকে মাঠ ছাড়তে হয়, আর এখন তার বিরুদ্ধে ১২ ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কা তৈরি হয়েছে। কিন্তু রিয়াল মাদ্রিদ মনে করছে, এটি শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয়—বরং গত কয়েক মৌসুম ধরে তাদের বিরুদ্ধে রেফারিং ও প্রশাসনিক পক্ষপাতের ধারাবাহিক উদাহরণ।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, রিয়াল মাদ্রিদ মনে করছে, তেবাস তাদের বিরুদ্ধে "একটি যুদ্ধ" ঘোষণা করেছেন এবং ক্লাবটির ঐতিহ্য ও শক্তি খর্ব করার চেষ্টা চালাচ্ছেন। রেফারিদের বিতর্কিত সিদ্ধান্ত, সম্প্রচারস্বত্ব বিতরণে আর্থিক বৈষম্য এবং বার্সেলোনার সাথে লিগ প্রশাসনের ঘনিষ্ঠ সম্পর্ক—এসব কারণেই রিয়াল তাদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে।

অন্য লিগে যাওয়ার সম্ভাবনা কতটুকু?

রিয়াল মাদ্রিদ যদি সত্যিই লা লিগা ছাড়তে চায়, তবে এটি সহজ কোনো প্রক্রিয়া হবে না। এর জন্য ফিফা, উয়েফা, এবং লা লিগার অনুমোদন প্রয়োজন—যা বাস্তবায়ন করা কঠিন। তাছাড়া, রিয়াল যদি ইতালির সিরি আ, জার্মানির বুন্দেসলিগা বা ফ্রান্সের লিগ ওয়ানে খেলার সিদ্ধান্ত নেয়, তাহলে সেই দেশগুলোর ফুটবল কর্তৃপক্ষকেও অনুমতি দিতে হবে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধুই চাপ প্রয়োগের কৌশল হতে পারে। রিয়াল মাদ্রিদ ইতিমধ্যেই ইউরোপিয়ান সুপার লিগের অন্যতম প্রবক্তা, যেখানে তাদের লক্ষ্য ছিল ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর জন্য একটি নতুন প্রতিযোগিতা তৈরি করা। লা লিগার সঙ্গে সংঘাত বাড়িয়ে রিয়াল মাদ্রিদ হয়তো সুপার লিগের সম্ভাবনাকে সামনে নিয়ে আসতে চাইছে।

আগামী দিনে কী ঘটতে পারে?

বর্তমানে রিয়াল মাদ্রিদের ফোকাস চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬’র দ্বিতীয় লেগের ম্যাচে, যেখানে তারা ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-২ ব্যবধানে এগিয়ে রয়েছে। কিন্তু লা লিগা বনাম রিয়াল মাদ্রিদ দ্বন্দ্ব এখন যে পর্যায়ে পৌঁছেছে, তাতে আগামী দিনে আরও নাটকীয় পরিস্থিতি তৈরি হতে পারে।

ক্লাবটি কি সত্যিই লা লিগা ছেড়ে অন্য লিগে যোগ দেবে? নাকি এটি শুধুই তেবাস ও লিগ কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগের একটি কৌশল? ফুটবলবিশ্বের চোখ এখন সান্তিয়াগো বার্নাব্যুর পরবর্তী পদক্ষেপের দিকে!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম পাতাল মেট্রোরেল কীভাবে চলবে, জানাল কর্তৃপক্ষ

রাবিতে দুই দিনব্যাপী গবেষণা মেলা শুরু শনিবার

মাটির তৈরি সব বহুতল ভবন টিকে আছে হাজার বছর

সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

কুয়েটের উপাচার্যকে লাঞ্ছিত করায় ঢাবি সাদা দলের উদ্বেগ

আন্দোলনে আহত খোকনের চিকিৎসা হবে বিদেশে 

অক্টোবরে তপশিল ঘোষণা করে ডিসেম্বরে নির্বাচন দিন : আসাদুজ্জামান রিপন

জবিতে ‘চেতনায় একুশ’ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চট্টগ্রাম ওয়াসায় দুদকের অভিযান, মিলল অনিয়মের প্রমাণ

সিএনজি যাত্রীর ব্যাগে মিলল এলজি

১০

বিএম কন্টেইনার ডিপো পরিদর্শনে নেদারল্যান্ডসের প্রতিনিধি দল

১১

কত টাকায় নিতে পারবেন স্নেক ম্যাসাজ

১২

সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত

১৩

এমসি কলেজের ঘটনায় বিবৃতির প্রতিবাদ জানিয়ে শিবিরের ব্যাখ্যা

১৪

বাগেরহাটে সংঘর্ষে আহত বিএনপি নেতার মৃত্যু

১৫

হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের

১৬

পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

১৭

দেশের সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রয়েছে : গভর্নর

১৮

হলি ফ্যামিলি মেডিকেলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা 

১৯

বিক্রির ৩ দিন পর শিশু উদ্ধার

২০
X