ব্রাজিলিয়ান ফুটবলের ‘গোল্ডেন বয়’ নেইমার যেন আবারও তার পরিচিত মঞ্চে ফিরে এলেন! দীর্ঘ ইনজুরি, ছন্দহীনতা আর অনিশ্চয়তার ঘোর কাটিয়ে সান্তোসের জার্সিতে প্রথম গোল করলেন এই তারকা ফরোয়ার্ড।
রোববার সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপে আগুয়া সান্তার বিপক্ষে ৩-১ গোলের জয়ে নেইমার ছিলেন জয়ের নায়ক। ম্যাচের ১৪ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে নিজের প্রত্যাবর্তনের বার্তা দিলেন তিনি। শুধু গোল করেই থামেননি, ৭০ মিনিটে গুইলহার্মের গোলেও অ্যাসিস্ট করেছেন এই ব্রাজিলিয়ান তারকা।
দীর্ঘ এক বছর মাঠের বাইরে ছিলেন নেইমার। আল-হিলালে যোগ দেওয়ার পর ইনজুরির কারণে খেলতে পেরেছেন মাত্র সাতটি ম্যাচ। সেই অধ্যায় শেষ করে জানুয়ারিতে ছয় মাসের চুক্তিতে সান্তোসে ফিরেছেন তিনি। শৈশবের ক্লাবে ফিরে প্রথম তিন ম্যাচে ছন্দহীন থাকলেও, এবার সেই পুরনো নেইমারকে দেখা গেল।
২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোসের হয়ে ১৩৮টি গোল করেছিলেন নেইমার। এরপর বার্সেলোনা, পিএসজি হয়ে আল-হিলালে পাড়ি জমানো নেইমার আবারও সান্তোসের জার্সিতে ঝলক দেখাতে শুরু করেছেন।
ভিলা বেলমিরোতে নেইমারের এই ফেরা যেন স্বপ্ন দেখাচ্ছে সান্তোস ভক্তদের। তারা আবারও চাইছে সেই জাদুকরী ফুটবল, যা একসময় ব্রাজিলকে মাতিয়েছে। এখন দেখার বিষয়, নেইমার কি পারেন সান্তোসকে সাফল্যের পথে ফেরাতে? সময়ই দেবে উত্তর!
মন্তব্য করুন