দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর রোমাঞ্চকর সমাপ্তিতে শিরোপা জিতেছে ব্রাজিল। চিলির বিপক্ষে ৩-০ গোলের সহজ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতার শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করেছে ভেরদামারেলা।
আর্জেন্টিনার কাছে গ্রুপপর্বে ৬-০ গোলে বিধ্বস্ত হয়ে যাত্রা শুরু করেছিল ব্রাজিল। কিন্তু সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নের মুকুট পরল দলটি।
শেষ দিনে নাটকীয়তা
শেষ দিনে চিলির বিপক্ষে ব্রাজিলের জয় মানেই আর্জেন্টিনার জন্য কঠিন সমীকরণ। ৪ গোলের ব্যবধানে জিততে হতো আলবিসেলেস্তেদের, কিন্তু তারা ৩-২ গোলে হেরে যায় প্যারাগুয়ের কাছে। সেই হারের ফলে আর্জেন্টিনা ১০ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়, আর ব্রাজিল ১৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন।
ব্রাজিলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আর্জেন্টিনার কাছে বিশাল ব্যবধানে হারের পরও ব্রাজিলের ঘুরে দাঁড়ানো অবিশ্বাস্য। প্রতিটি ম্যাচেই উন্নতি করতে থাকা দলটি শেষ পর্যন্ত জয়ের ধারায় ফিরেছে। চিলির বিপক্ষে শেষ ম্যাচে একতরফা পারফরম্যান্স ছিল ব্রাজিলের।
বিশ্বকাপের টিকিটও নিশ্চিত
চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ব্রাজিল অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করেছে। চিলির মাটিতে অনুষ্ঠিতব্য আসরে ব্রাজিলের সঙ্গে খেলবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও কলম্বিয়া।
দক্ষিণ আমেরিকান ফুটবলে ব্রাজিল সবসময়ই এক শক্তিশালী নাম। অনূর্ধ্ব-২০ দলটির এই সাফল্য আবারও প্রমাণ করল যে, বিশ্বমঞ্চেও তারা আগামী দিনে আলো ছড়াতে প্রস্তুত।
ব্রাজিলিয়ান ফুটবলের ধারাবাহিক সাফল্য এই নতুন প্রজন্মের হাত ধরে আরও উজ্জ্বল হবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের এই জয়ের পর ভেরদামারেলার অনুরাগীরা এখন বিশ্বকাপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
মন্তব্য করুন