দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত হেক্সাগোনালের গুরুত্বপূর্ণ ম্যাচে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। এর ফলে, চ্যাম্পিয়নের ভাগ্য নির্ধারিত হবে শেষ ম্যাচে।
ভেনেজুয়েলার কারাকাসে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে বেশ ভালো খেলেছে আর্জেন্টিনা। ৬-০ গোলের ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা দলটি প্রথমার্ধেই এগিয়ে যায় ক্লাউদিও এচেভেরির স্পট-কিকের সুবাদে। ব্রাজিলিয়ান ডিফেন্ডার বিডন, হুলিও সোলেরকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। চমৎকার এক প্যানেনকা শটে দলকে এগিয়ে দেন এচেভেরি।
কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ব্রাজিল। যদিও আর্জেন্টিনা বেশিরভাগ সময়ই রক্ষণ জমাট রেখে খেলেছে, তবে ম্যাচের অন্তিম মুহূর্তে ব্রাজিলের তারকা রায়ান দুর্দান্ত এক ক্রস শটে গোল করে ম্যাচে সমতা ফেরান।
এই ড্রয়ের ফলে ৯ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমান অবস্থানে থাকলেও গোলের ব্যবধানে সামান্য এগিয়ে রয়েছে ব্রাজিল। শেষ ম্যাচে যদি দু'দলই জয় পায়, তাহলে গোল ব্যবধানের হিসাবেই চ্যাম্পিয়ন নির্ধারিত হবে।
আর্জেন্টিনা পারাগুয়ের বিপক্ষে এবং ব্রাজিল চিলির বিপক্ষে মাঠে নামবে। পারাগুয়ের ৬ পয়েন্ট থাকায় তারা এখনও শিরোপার দৌড়ে রয়েছে, যা ম্যাচটিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে।
দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ কেবলমাত্র একটি ট্রফি নয়, এটি আগামী ২০২৫ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের জন্যও প্রস্তুতির মঞ্চ। আর্জেন্টিনা ও ব্রাজিল ইতোমধ্যেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে, তবে চ্যাম্পিয়ন হয়ে তারা আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিতে চায়।
আর্জেন্টিনা কোচ দিয়েগো প্লাসেন্তে বলেন, খুব কঠিন ম্যাচ ছিল, তবে ছেলেরা দারুণ খেলেছে। এখন আমাদের ফাইনাল ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে।
অন্যদিকে ব্রাজিল কোচ রামন মেনেজেস বলেন, আমরা শেষ পর্যন্ত লড়ে গিয়েছি, আর এটাই ব্রাজিলিয়ান ফুটবলের পরিচয়। চ্যাম্পিয়নশিপের জন্য আমাদের শেষ ম্যাচে জিততেই হবে।
শেষ পর্যন্ত কার হাতে উঠবে ট্রফি?
সবচেয়ে বড় প্রশ্ন, আর্জেন্টিনা নাকি ব্রাজিল – কে হবে চ্যাম্পিয়ন? শেষ ম্যাচের আগে উত্তেজনা তুঙ্গে। ফুটবলপ্রেমীদের চোখ এখন রোববারের ম্যাচে, যেখানে নির্ধারিত হবে দক্ষিণ আমেরিকার নতুন রাজা!
মন্তব্য করুন