স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৬ এএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৯ এএম
অনলাইন সংস্করণ

শেষ মুহূর্তের গোলে ম্যান সিটির বিপক্ষে রিয়ালের জয়

জয়সূচক গোলের পর বেলিংহাম,দিয়াজ ও ভিনির উদযাপন। ছবি : সংগৃহীত
জয়সূচক গোলের পর বেলিংহাম,দিয়াজ ও ভিনির উদযাপন। ছবি : সংগৃহীত

ফুটবলে রিয়াল মাদ্রিদ মানেই প্রত্যাবর্তনের এক জীবন্ত উদাহরণ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে আবারও সেই ঐতিহ্যের ছাপই রাখলো স্প্যানিশ জায়ান্টরা। ৩-২ গোলে দুর্দান্ত এক জয় তুলে নিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগের আগে বেশ ভালো অবস্থানে থাকছে কার্লো আনচেলত্তির দল।

ঘরের মাঠ ইতিহাদে শুরু থেকেই নিজেদের খেলার ছন্দ খুঁজে পেতে থাকে ম্যানচেস্টার সিটি। আক্রমণাত্মক ফুটবলের ধারাবাহিকতা বজায় রেখে ১৯তম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। জোস্কো গার্দিওলের দুর্দান্ত চেস্ট পাস থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান আর্লিং হলান্ড। তবে অফসাইড সন্দেহে গোলটি যাচাই করতে চার মিনিট সময় নেয় ভিএআর, শেষে স্বীকৃতি পেয়ে যায় হলান্ডের শট। প্রথমার্ধে বল দখল ও আক্রমণে সিটিরই আধিপত্য ছিল, যদিও মাদ্রিদ বেশ কয়েকটি সম্ভাবনাময় সুযোগ সৃষ্টি করেছিল কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা গোলের দেখা পায়নি।

বিরতির পর রিয়াল মাদ্রিদ নিজেদের চিরচেনা রূপে ফেরে। ৬০তম মিনিটে দানি সেবায়োসের অসাধারণ ফ্লোটেড পাস পেয়ে কিলিয়ান এমবাপ্পে স্কোরলাইন সমান করেন। গোলটি বেশ নাটকীয় ছিল—একটি অপ্রত্যাশিত ভলিতে বল তার শিনে লেগে এমনভাবে জালে জড়ায়, যাতে সিটির ব্রাজিলিয়ান গোলকিপার এডারসনের কিছুই করার ছিল না।

তবে ৮০তম মিনিটে আবারও এগিয়ে যায় সিটি। ফিল ফোডেনের বুদ্ধিদীপ্ত মুভমেন্টে বাধা দিতে গিয়ে বক্সের মধ্যে তাকে ফাউল করেন সেবায়োস। পেনাল্টি থেকে ভুল করেননি হলান্ড, ঠান্ডা মাথায় কোর্তোয়াকে ভুল পথে পাঠিয়ে গোলটি করেন। ম্যাচ তখন মনে হচ্ছিল গার্দিওলার দলই জয় নিয়ে মাঠ ছাড়বে।

কিন্তু রিয়াল মাদ্রিদকে তো কখনও খেলা থেকে ছিটকে ফেলা যায় না! ৮৬তম মিনিটে এডারসনের ভুল পাস ধরে বল পেয়ে যান ভিনিসিয়ুস জুনিয়র। তার নেওয়া শট ঠেকালেও ফিরতি বলে গোল করতে ভুল করেননি ব্রাহিম দিয়াজ।

যখন মনে হচ্ছিল ম্যাচ ড্র হতে যাচ্ছে, ঠিক তখনই ৯২তম মিনিটে ঘটে সেই অবিশ্বাস্য মুহূর্ত। ভিনিসিয়ুস জুনিয়র ডানদিক দিয়ে দ্রুতগতিতে এগিয়ে এসে বলটি এডারসনের মাথার উপর দিয়ে তুলে দেন। যদিও সেটি সরাসরি জালে প্রবেশ করছিল না, ঠিক তখনই সামনে এগিয়ে আসা জুড বেলিংহাম নিখুঁত ট্যাপ-ইন করে রিয়াল মাদ্রিদকে জয় এনে দেন। পুরো স্টেডিয়াম স্তব্ধ, আর রিয়ালের খেলোয়াড়েরা উল্লাসে ফেটে পড়েন।

এই জয়ে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার পথে বড় এক ধাপ এগিয়ে গেল। যদিও দ্বিতীয় লেগ এখনো বাকি, তবে নিজেদের মাঠে এই এক গোলের লিড তাদের আত্মবিশ্বাসী করে তুলবে। অন্যদিকে, ম্যানচেস্টার সিটি কীভাবে এই ধাক্কা সামাল দেয় সেটাই এখন দেখার বিষয়। আনচেলত্তির শিষ্যরা আরেকবার প্রমাণ করলো কেন তারা ইউরোপের রাজা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় আজ বইছে ‘অস্বাস্থ্যকর’ বাতাস 

ইউক্রেনকে নিয়ে ট্রাম্পের মন্তব্য, পুতিনের প্রতিক্রিয়া

গাজার যোদ্ধারা শর্ত না মানলে আবারও যুদ্ধ শুরুর হুমকি

মাথা গোঁজার ব্যবস্থা হলো আগুনে সব হারানো পাঁচ কৃষকের

বগুড়ায় স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

মাহফুজ-নাহিদকে নিয়ে ফাহাম আব্দুস সালামের স্ট্যাটাস

‘মাত্রাতিরিক্ত সুশীলগিরি করবেন না’

আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে : কাফির বাবা

হুমকি দেইনি, সতর্ক করেছি : উপদেষ্টা মাহফুজ

গাজায় ‘নরকের দরজা’ খুলে দেওয়ার হুমকি দিলেন ইসরায়েলি মন্ত্রী

১০

আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা

১১

জামালপুরে বন্ধ জুট মিলে বেড়েছে চুরি, চালুর দাবি শ্রমিকদের

১২

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

১৩

‘গুরুতর অপরাধ’ করতে যাচ্ছেন ট্রাম্প, বললেন সিরিয়ার প্রেসিডেন্ট

১৪

আজকের দিনটি কেমন কাটতে পারে, জেনে নিন রাশিফলে

১৫

ছাত্র-জনতার ওপর হামলা, রংপুরে ছাত্রলীগ নেতা জাবেদ গ্রেপ্তার

১৬

বাসায় গিয়ে ডাক্তাররা খালেদা জিয়াকে দেখে গেছেন

১৭

১২ ফেব্রুয়ারি : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৮

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

১৯

১২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

২০
X