রাতেই চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে মুখোমুখি হচ্ছে লিগ ওয়ানের দুই দল—ব্রেস্ট ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু এই লড়াইকে বাস্তবের ‘মিশন ইম্পসিবল’ বলে আখ্যা দিচ্ছেন ফুটবল বোদ্ধারা। যার মধ্যে রয়েছে ব্রেস্টের কোচ এরিক রোয়াও! এমনকি মজার ছলে তিনি বলেছেন, বাস্তবের মিশন ইম্পসিবলকে পসিবল করতে টম ক্রুজকেও খোঁজার চেষ্টা করেছিলেন দলের জন্য, কিন্তু হলিউড তারকা ব্যস্ত ছিলেন!
ব্রেস্টের বাজেট ও শক্তির তুলনায় পিএসজির আধিপত্য অনেকটাই স্পষ্ট। এ কারণেই ম্যাচের আগে রোয়া হাস্যরসাত্মকভাবে বললেন, ‘আজ আমরা পিএসজির মতো ভিন্ন জগতে নেই, শুধু দুই দলের বাজেট দেখলেই সেটা বোঝা যায়। আমাদের অসম্ভব মিশন শুরু হয়েছে দু’দিন আগে। আমরা দেখেছিলাম টম ক্রুজ প্যারিসে আছেন, তাই তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি ব্যস্ত ছিলেন। তবে আমরা মাঠে লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুত।’
ব্রেস্ট ও পিএসজির মধ্যে সাম্প্রতিক পরিসংখ্যানও তাদের কাজ কঠিন করে তুলেছে। প্যারিসিয়ানদের বিরুদ্ধে গত ১৭ দেখায় ১৫ বার হেরেছে ব্রেস্ট, শেষ জয় এসেছিল ৪০ বছর আগে! এবারের লিগেও দুই লেগে ৮-৩ গোলের বিশাল ব্যবধানে হেরেছে তারা।
কিন্তু ইতিহাস বদলানোর স্বপ্ন দেখছেন ব্রেস্ট কোচ। রোয়া আরও যোগ করেন, ‘এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। গত দুই বছর ধরে ব্রেস্ট রেকর্ড গড়ে আসছে। ছেলেরা ড্রেসিংরুমে এসব নিয়ে কথা বলে। তাই যদি অন্তত একবারও আমরা পিএসজিকে হারাতে পারি... তবে আমি পরিসংখ্যান নিয়ে খুব ভাবি না। কিন্তু আপনারা আমাকে নতুন তথ্য দিলেন, সেটা হয়তো আমার প্রেরণাদায়ক ভাষণে কাজে লাগাবো!’
ব্রেস্টের মাঠে তাদের সর্বশেষ সাক্ষাতে উসমান দেম্বেলে হ্যাটট্রিক করেছিলেন। এখন চ্যাম্পিয়ন্স লিগের মহারণে দেখা যাবে, টম ক্রুজ ছাড়াই ব্রেস্ট কি তাদের মিশন সম্পন্ন করতে পারে, নাকি পিএসজি আবারও তাদের চূর্ণ করে দেবে!
মন্তব্য করুন