জীবনে কঠিন একসময় পার করতে হলো পিএসজির স্প্যানিশ গোলকিপার সার্জিও রিকোর ও তার পরিবারের। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে অবশেষে বিজয়ীর বেশে বাড়ি ফিরেছেন রিকো। মাথায় সফল অস্ত্রোপচার শেষে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন এই স্প্যানিয়ার্ড।
প্রসঙ্গত গত ২৮ মে ঘোড়ার পিঠে থাকা অবস্থায় নিয়ন্ত্রণহীন আরেকটি ঘোড়ার সঙ্গে সংঘর্ষ হয় রিকোর। এই দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান তিনি। এরপর সেভিয়ার একটি হাসপাতালে তাকে রাখা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে। সেখানেই কোমায় চলে যান এই স্প্যানিয়ার্ড।
২২ দিন কোমায় থাকার পর জ্ঞান ফিরে পান তিনি। গত ৫ জুলাই ২৯ বছর বয়সী রিকোকে সরিয়ে নেওয়া হয় অন্য ওয়ার্ডে। এরপর ৩ আগস্ট জানানো হয়, তার মাথায় সফল অস্ত্রোপচার হয়েছে। শুরু হয় তার পুরোপুরি সেরে ওঠার পালা। অবশেষে মিলল সেই সুখবর। শুক্রবার স্ত্রীর হাত ধরে তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন।
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে রিকো বলেছেন, ‘স্মৃতির পাতা থেকে এই দুর্ঘটনা মুছে যাক, এটাই চাই। আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম, হাসপাতালে আমার ঘুম ভেঙেছে। ঈশ্বরকে ধন্যবাদ। আজ ভীষণ আনন্দবোধ করছি। আশা করি, খুব দ্রুত আমি ফুটবলের মাঠে ফিরব।’
— GRADA B pro (@GradaBpro) August 18, 2023Imposible no alegrarse. Sergio Rico recibe el alta hospitalaria 82 días después.pic.twitter.com/MmHKkU3sNs
এদিকে সুস্থ হয়ে ওঠায় রিকোকে শুভেচ্ছা জানিয়েছেন পিএসজি কোচ লুইস এনরিকে। তিনি আজ শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হাজির হয়ে বলেছেন, ‘সার্জিও রিকোকে অভিনন্দন। আমরা আশা করি তিনি পুনর্বাসন প্রক্রিয়া অব্যাহত রেখে এগিয়ে যাবেন। ক্লাবের পক্ষ থেকে সব সমর্থন থাকবে।’
সেভিয়া থেকে ২০২০ সালে পিএসজিতে যোগ দেন রিকো। প্যারিসের ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪টি ম্যাচ খেলেছেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া পেলেও ফুটবল মাঠে ফিরতে নিশ্চিতভাবেই এখনও অনেক সময় লাগবে তার।
সেভিয়া, পিএসজি ছাড়াও রিকো খেলেছেন ফুলহাম ও মায়োর্কার হয়ে। ২০১৬ সালে স্পেন জাতীয় দলে অভিষেক হয় তার। ওই একটি ম্যাচের পর আর আন্তর্জাতিক ফুটবল খেলা হয়নি তার।
মন্তব্য করুন