স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

পিএসজিতে যোগ দেওয়ার ইচ্ছে ছিল না মেসির

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

২০২১ সালে রীতিমতো নাটকীয় এক দলবদলে শৈশবের বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখান সাতবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। আর্থিক দুরবস্থার কারণে সেই সময় নিজেদের ইতিহাসের অন্যতম সেরা তারকার সঙ্গে নতুন চুক্তিতে যেতে পারেনি কালাতান দলটি। বাধ্য হয়ে মেসিকে খুঁজে নিতে হয়েছিল নতুন ঠিকানা। তবে সেই নতুন ঠিকানায় থাকা দুই বছরের অভিজ্ঞতা সুখকর ছিল না মেসির জন্য।

চলতি মৌসুমে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়া বিশ্বকাপজয়ী এই তারকা জানালেন বার্সা ছেড়ে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির শিবিরে নাম লেখানোর কোনো ইচ্ছেই তার ছিল না।

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর অবশ্য দারুণ একটা সময় যাচ্ছে মেসির। মেজর লিগে অভিষেক না হলেও মায়ামির হয়ে এরই মধ্যে খেলে ছেলেছেন ৬ ম্যাচ। লিগস কাপের এই ছয় ম্যাচের প্রত্যেকটিতে তিনি গোল করেছেন। লিগে তলানিতে থাকা দলকে নিয়ে গেছেন প্রতিযোগিতার ফাইনালে। যার ফলে ২০১৮ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি ইতিহাসে প্রথমবারের মতো বড়কোন শিরোপার খুব কাছাকাছি।

বাংলাদেশ সময় আগামী রোববার সকাল ৭টায় নাশভিল এসসির বিপক্ষে লিগস কাপের ফাইনালে লড়বে ইন্টার মায়ামি। এ ম্যাচের আগে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসেছিলেন মেসি। সংবাদ সম্মেলনে লিগস কাপের ফাইনাল ছাড়াও আরও অনেক বিষয়ে কথা বলেছেন মেসি। বলেছেন, পিএসজিতে কাটানো কঠিন সময়গুলোর কথা।

মেসি বলেন, ‘আমি বার্সেলোনা কখোনই ছাড়তে চাইনি। ছাড়ার সিদ্ধান্তটা হঠাৎ করেই নিতে হয়েছিল। আমি বার্সেলোনায় থাকতে চেয়েছিলাম, কিন্তু আমাকে একটি ভিন্ন জায়গায় অভ্যস্ত হতে হয়েছিল। আমি যেমন শহরে থাকতাম তার চেয়ে ভিন্ন এক জায়গায় ছিল সেটা। প্যারিসে (সময়টা) কঠিন ছিল, কিন্তু এখানে (মায়ামি) এবং আমার সঙ্গে যা ঘটছে তা সম্পূর্ণ বিপরীত।’

শুধু মাঠের ভেতরে নয়, পিএসজিতে মাঠের বাইরের সময়টাও খুব একটা ভালো কাটেনি মেসির। নিয়মিতই পিএসজি সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে। বিশেষ করে কাতার বিশ্বকাপ জয়ের পর তো সেটা বেড়ে গিয়েছিল অনেক। বিদায়ী ম্যাচেও তাকে দুয়ো দিয়েছে প্যারিসের সমর্থকরা। ক্লাবের সঙ্গে মেসির সম্পর্কও ভালো যাচ্ছিল না।

তবে পিএসজিতে অখুশি মেসি মায়ামিতে মাঠ ও মাঠের বাইরে দারুণ সময় কাটাচ্ছে। বললেন, ‘আমি প্রথম থেকেই বলছি এখানে খুব সুখী। আমি এই শহরে আসাকে বেছে নিয়েছি। এটি এমন সিদ্ধান্ত ছিল যা সময় নিয়ে নেওয়া। রাতারাতি এই সিদ্ধান্ত নেইনি। আর এ জন্যই সবকিছু এত সহজ হয়ে গেছে। আমরা এখন এমন জায়গায় আছি, যেখানে আমরা থাকতে চাই এবং এটা আমাদের সিদ্ধান্ত ছিল। তাই সবকিছু সহজ হয়েছে।’

এবার মেসির লক্ষ্য লিগস কাপ জিতে মায়ামিকে প্রথম শিরোপা উপহার দেওয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংলাপে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপির প্রতিনিধি দল

একজন চিকিৎসক দিয়েই চলছে হাসপাতাল

মোস্তাফিজুরের জীবনে নতুন অতিথি, জানালেন সুখবর

বিনা চাষে চলনবিলে ৩৫ লাখ মণ রসুন উৎপাদনের সম্ভাবনা

শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিন্দ্রায় শায়িত মো. শাহজালাল

সাজেকে আটকা ৫০০ পর্যটক

বিএসএমএমইউর নতুন ভিসি অধ্যাপক শাহিনুল আলম

সাভারে দাফন করা ব্যক্তিই হারিছ চৌধুরী : হাইকোর্টে প্রতিবেদন

বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হলেন জনপ্রিয় অভিনেত্রী

বেনজীরের ক্যাশিয়ার জসিম গ্রেপ্তার

১০

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে হিন্দু-মুসলিম ঐক্যবদ্ধ লড়াই করব : রিজভী

১১

কক্সবাজার সৈকতে বিশ্বের সর্ববৃহৎ রোবট ‘দানব’

১২

আমু ও কামরুলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

১৩

২১ আগস্ট গ্রেনেড মামলা / তারেক রহমানসহ সবাইকে খালাস দেওয়ায় ক্যালিফোর্নিয়া বিএনপির আনন্দ সভা

১৪

পালিয়ে যাওয়া ৭০০ আসামি এখনো পলাতক : কারা মহাপরিদর্শক

১৫

আবারও চোটে পড়লেন ম্যানইউ ডিফেন্ডার

১৬

অভিনেতা নিজেই জানালেন অপহরণ হয়েছিলেন

১৭

ক্যারিবিয়ান জয়ের পর যা বললেন তাসকিন-তাইজুল

১৮

শেখ হাসিনার পররাষ্ট্রনীতি এখন আর নেই : মুশফিক আনসারী

১৯

আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢামেকে মানববন্ধন

২০
X