মাত্র ৩১ বছর বয়সেই ইউরোপিয়ান ফুটবলকে বিদায় বলে সৌদিতে পা রেখেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। দুই বছরের চুক্তিতে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন পিএসজি ও বার্সেলোনার সাবেক এই খেলোয়াড়। সৌদিতে মোটা অঙ্কের বেতনের পাশাপাশি এক রাজকীয় জীবনযাপনই করতে যাচ্ছেন নেইমার।
আল নাসরে ক্রিশ্চিয়ানো রোনালদো আর আল ইত্তিহাদে করিম বেনজেমার চেয়ে হয়তো তার বেতন কম তবে আল হিলাল থেকে নানা ধরনের সুবিধা আদায় করে নিয়েছেন নেইমার। যার মধ্যে রয়েছে বিলাসবহুল বাড়ি, গাড়ি, ব্যক্তিগত সহকারীসহ নানারকম সুবিধা। ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা দ্য সান নেইমার আল হিলালের কাছে যেসব সুবিধা পাচ্ছেন তার একটি বড় তালিকা দিয়েছে।
দেখে নেওয়া যাক ব্রাজিলিয়ান এই সুপারস্টার কি কি সুবিধা পাচ্ছেন তার নতুন ক্লাব থেকে-
২৫ কক্ষের বাড়ি
নেইমার নিজের থাকার জন্য রাজকীয় ২৫ কক্ষের একটি বাড়ি পাচ্ছেন। এই ২৫ কক্ষের বাড়িতে আবার সুইমিংপুল থাকছে ৪০ গুণিতক ১০ মিটারের। বাড়ির সুযোগ সুবিধা এখানেই শেষ নয়। ২৪ ঘণ্টা কাজ করার জন্য সহকারী থাকছে পাঁচজন, ব্রাজিল থেকে আনা ব্যক্তিগত বাবুর্চির জন্যও থাকছে একজন সহকারী আর ঘরবাড়ি পরিষ্কার রাখার জন্য ক্লিনিং অপারেটর দুজন। এ ছাড়া এমন একটা ফ্রিজও চাওয়া হয়েছে, যেখানে নেইমারের পছন্দের পানীয় আকাই জুস আর অতিথিদের জন্য দক্ষিণ আমেরিকান খাবার গুয়ারানা থাকবে সব সময়।
বিলাসবহুল গাড়ি
অন্যসব তারকা ফুটবলারের মতো বিলাসবহুল গাড়ি ব্যবহার করে অভ্যস্ত নেইমার। তার সংগ্রহে এক্সক্লুসিভ মডেলের কয়েকটি গাড়ি রয়েছে। তবে এসব গাড়ি সৌদি আরবে নিয়ে যাচ্ছেন না। আল হিলালই তার গাড়ির ব্যবস্থা করবে বলে জানিয়েছে। নেইমারের জন্য তিনটি ভালো মানের স্পোর্টস দিচ্ছে আল হিলাল। একটি বেন্টলি কন্টিনেন্টাল জিপি, একটি অ্যাস্টন মার্টিন ডিবিএক্স আর অন্যটি ল্যাম্বরগিনি হুরাকান। এ ছাড়া চারটি মার্সিডিজ জি ওয়াগন, একটি করে জার্মান ব্র্যান্ডের এসইউভি ও ভ্যানও পাচ্ছেন নেইমার। বাড়ির সঙ্গে এই গাড়িগুলো রাখার ব্যবস্থাও থাকছে। সব মিলিয়ে মোট আটটি গাড়ি থাকছে নেইমারের জন্য। নেইমার ও তার সঙ্গীসাথিদের জন্য দিনের ২৪ ঘণ্টা ও বছরে ৩৬৫ দিনই সেবা দেওয়ার জন্য একজন চালকও রয়েছে। দ্য সানের মতে, স্পোর্টস কারগুলোর দামই পাঁচ লাখ ইউরো পেরিয়ে যায়।
ব্যক্তিগত বিমান
শুধু বাড়ি বা গাড়ি নয় সৌদি ক্লাবটির কাছ থেকে সার্বক্ষণিক ব্যবহারের জন্য একটি প্রাইভেট বিমানও পাচ্ছেন নেইমার। পৃথিবীর যেকোন জায়গায় ব্রাজিলিয়ান এই সুপারস্টারকে নিতে প্রস্তুত থাকবে বিমানটি। বিমানটির রক্ষণাবেক্ষনের সব খরচও বহন করবে ক্লাব কর্তৃপক্ষ।
বেড়ানোর খরচ
পৃথিবীর যেকোন জায়গায় ঘুরতে যেতে চাইলে সে খরচও নেইমারকে বহন করতে হবে না। নেইমারের ঘোরাঘুরির খরচ আল হিলালই দিতে রাজি হয়েছে। নেইমার যেসব জায়গায় বেড়াতে যাবেন, যেসব হোটেল-রেস্তোরাঁয় থাকবেন-খাবেন এবং বিভিন্ন সেবা গ্রহণ করবেন—সব ধরনের খরচের বিলই চলে যাবে আল হিলালের কাছে। ক্লাব কর্তৃপক্ষ সেটা পরিশোধ করবে। এ ছাড়া নেইমার ও তার পরিবারের যাতায়াতের ব্যবস্থাও করবে আল হিলাল। সব সময় একটি ব্যক্তিগত বিমান থাকবে, যাতে যখন-তখন নেইমার ও পরিবার তা ব্যবহার করতে পারে। আর নেইমারের এসব যাতায়াত ও ঘোরাঘুরি যদি সৌদি আরবের ভেতরে হয় এবং ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে দেশটির পর্যটনকে তুলে ধরেন, তাহলে আল হিলাল প্রতি পোস্টের জন্য বাড়তি পাঁচ লাখ ইউরোর বেশি দেবে।
মন্তব্য করুন