ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

জটিলতায় দেশের নারী ফুটবল

পিটার বাটলার ও জাতীয় দল অধিনায়ক সাবিনা খাতুন। ছবি : বাফুফে
পিটার বাটলার ও জাতীয় দল অধিনায়ক সাবিনা খাতুন। ছবি : বাফুফে

কেউ দাবি করছেন নারী ফুটবলাররা অনুশীলন বয়কট করেছেন। কেউ বলছেন অনুশীলন বয়কটের প্রশ্নই তো আসছে না। মাঠ সংকটের কারণে আপাতত অনুশীলনের সুযোগ নেই। কোন দাবি সঠিক—এ নিয়ে প্রশ্ন থাকতে পারে। কিন্তু দেশের নারী ফুটবল যে সংকটে—এটা দিবালোকের মতো পরিষ্কার।

সংকটের সূচনা মঙ্গলবার ডাকা টিম মিটিং থেকে। কোচ পিটার বাটলার মিটিং ডাকলেও তাতে সাড়া দেননি ফুটবলাররা। নারী দল সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুপুর দেড়টায় মিটিং শুরু করার কথা ছিল। কিন্তু ২টা পর্যন্ত কোনো ফুটবলার কোচের ডাকে সাড়া দিয়ে মিটিংয়ে আসেনি। পরবর্তী সময়ে মিটিং বাতিল করে কোচিং স্টাফরা চলে যান।

ধারণা করা হচ্ছে, নেপাল সাফ চ্যাম্পিয়নশিপে পিটার বাটলারের সঙ্গে ফুটবলারদের যে দূরত্ব তৈরি হয়েছিল, শিরোপা উৎসবে সেটা আড়ালে ছিল বটে কিন্তু শেষ হয়নি। খেলোয়াড়রা নারী দলের প্রধান কোচ হিসেবে পিটার বাটলারকে চাননি—এটা নানা ঘটনায় পরিষ্কার হয়েছে। সেই বাটলারকে প্রধান কোচ করা হয়েছে। মিটিং বর্জন তার প্রতিক্রিয়া কি না, পরিষ্কার নয়। এ বিষয়ে জাতীয় দলের দুই সিনিয়র সদস্য মাসুরা পারভীন ও কৃষ্ণা রানী সরকারকে কালবেলার পক্ষ থেকে কল করা হয়েছিল। তাদের কেউ অবশ্য কল রিসিভ করেননি। নারী দলের সেন্টারব্যাক মাসুরা পারভীনকে বার্তা দেওয়া হলে উত্তর দেননি।

সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছেন, অক্টোবরের পর থেকে বেতন পাননি নারী ফুটবলাররা। তাদের কঠোর অবস্থানে যাওয়ার কারণ যদি হয় বেতন-ভাতা, এ নিয়ে আলোচনা না করে মিটিং বর্জন করাকে বাঁকা চোখে দেখছেন স্থানীয় ফুটবল নিয়ন্তারা। সূত্র আরও জানাচ্ছে, নারী ফুটবলারদের মিটিং বর্জনের কারণ যদি হয় কোচ পিটার বাটলার, তবে কঠোর অবস্থানে যেতে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

নারী দলের এক কোচিং স্টাফ কালবেলাকে বলেছেন, ‘বাফুফে কর্মকর্তাদের বার্তা পরিষ্কার। কোনো অযৌক্তিক বিষয়কে প্রশ্রয় দেওয়া হবে না। কোচ পিটার বাটলারের অধীনে কারও খেলার বিষয়ে আপত্তি থাকলে প্রয়োজনে তাকে জাতীয় দলের ক্যাম্প থেকে অবসারণ করা হবে। কোচ কোচের জায়গায় থাকবেন—এটা পরিষ্কার বার্তা।’

ওই কোচিং স্টাফের যুক্তি হচ্ছে, নেপাল সাফ চ্যাম্পিয়নশিপে কোচ পিটার বাটলার প্রথম ম্যাচে একাধিক সিনিয়র খেলোয়াড়কে বেঞ্চে রেখে একাদশ সাজিয়েছিলেন। ম্যাচের পর এ সংক্রান্ত ক্ষোভ কিন্তু গোপন থাকেনি। সেটা জানার পর কোচ নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। দল শিরোপা নিয়ে ফিরেছে। ওই ঘটনার পর থেকে কোচ কিন্তু সব বিষয়ে ইতিবাচক। সম্প্রতি দেশে আসার পর কোচ ব্যক্তিগতভাবে আমাকে বলেছেন, অতীতে কী হয়েছে সব বিষয় ভুলে আমরা সামনে এগিয়ে যেতে চাই। এখন ফুটবলারদের ক্ষোভের কারণ যদি হয় পিটার বাটলারের দায়িত্ব গ্রহণ, তবে সামনে জটিলতা অপেক্ষা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সহায়তা ছাড়া তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে সংশয়

ডাক ও টেলিযোগাযোগ খাতের দুর্নীতি অনুসন্ধানে টাস্কফোর্স গঠন

মুগদা থানার ০৬নং ওয়ার্ডে ছাত্রদলের কর্মিসভা

দুদকের অনাপত্তিপত্র ছাড়াই থার্ড টার্মিনালের পিডি নিয়োগ

সাফল্যের ৭ বছরে দেশের শীর্ষস্থানীয় বিউটি ই-কমার্স ‘চারদিকে’

সিরাজগঞ্জে ট্রিপল মার্ডারের আসামি রাজীবের মৃত্যুদণ্ড

মহিলা পরিষদের বিবৃতি / নারীকে আজ আর ঘরেও নিরাপদ রাখা যাচ্ছে না

প্রকল্পের কাজ ঠিকাদার নয়, বাংলাদেশ বান্ধব হতে হবে : দুদক চেয়ারম্যান

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

এলজির উদ্যোগে ‘এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২৫’

১০

ওয়্যারড্রবে গুলি ও অস্ত্র রেখে দেন ইফতি, অতঃপর...

১১

আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর

১২

জামায়াতকে ‘ধর্ম ব্যবসায়ী-প্রতারক’ আখ্যা বিএনপি নেতা বাচ্চুর

১৩

খেলাফত মজলিস-এনসিপির সংলাপ, ৮ দফা ঐকমত্য

১৪

নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আবেদনের সময় বাড়ল

১৫

৩০ হাজার তরুণকে নিয়োগ দিল ফিলিস্তিন যোদ্ধারা

১৬

ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে প্রিন্সের শুভেচ্ছা বিনিময় 

১৭

বেঁচে থাকার লড়াইয়ে কচ্ছপ খাচ্ছে গাজাবাসী

১৮

আসছে ইমন-দীঘির ‘দেনাপাওনা’

১৯

জিয়া মঞ্চের সভাপতি হওয়া সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার

২০
X