একসময় ম্যানচেস্টার ইউনাইটেডের পোস্টার বয় হিসেবে পরিচিত মার্কাস রাশফোর্ড এখন নতুন চ্যালেঞ্জের সন্ধানে। ওল্ড ট্র্যাফোর্ডে তার ভবিষ্যৎ অনিশ্চিত, কোচ রুবেন আমোরিমের অধীনে সাইডলাইনে বসে থাকা এই তারকা আর অপেক্ষা করতে রাজি নন। একের পর এক ক্লাব তার প্রতি আগ্রহ দেখালেও, রাশফোর্ডের চোখ এখন শুধুই বার্সেলোনার নু ক্যাম্পের দিকে।
কিন্তু কাতালানদের আর্থিক সংকট ও তার আকাশছোঁয়া বেতন এই স্বপ্নপূরণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবুও, রাশফোর্ড বার্সায় যোগ দেওয়ার আকাঙ্ক্ষায় এমন এক পদক্ষেপ নিতে যাচ্ছেন যা তার ভক্তদেরও অবাক করে দেবে—তিনি তার বিশাল বেতন কমিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন!
ইংল্যান্ডের ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর শেষ মুহূর্তে বার্সেলোনায় যোগ দেওয়ার লক্ষ্যে ব্যস্ত রয়েছেন। আর্সেনাল, বরুসিয়া ডর্টমুন্ড এবং নাপোলি তাকে দলে নিতে আগ্রহী হলেও, রাশফোর্ড কাতালান ক্লাবের ডাকে সাড়া দিতে চান।
বার্সেলোনা বর্তমানে বড় আর্থিক চাপে রয়েছে এবং রাশফোর্ডকে দলে নিতে হলে তাদের পরিকল্পনা সাজাতে হবে নতুনভাবে। ক্লাবটি একাডেমির উদীয়মান তারকা উনাই হার্নান্দেজকে সৌদি ক্লাব আল-ইত্তিহাদে বিক্রি করার কথা ভাবছে, যা থেকে আসা ৬ মিলিয়ন ইউরো রাশফোর্ডের বেতন কাঠামো সামলাতে কাজে আসতে পারে।
জানুয়ারি উইন্ডোর সময় দ্রুত ফুরিয়ে আসছে। যদি বার্সেলোনা তাদের আর্থিক সমস্যাগুলো সামলে উঠতে পারে, তবে খুব শীঘ্রই কাতালানদের জার্সিতে নতুন তারকা হিসেবে দেখা যেতে পারে মার্কাস রাশফোর্ডকে।
মন্তব্য করুন