স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তিনি এই মৌসুম শেষে ক্লাব ছাড়ার কোনো সিদ্ধান্ত নেননি। স্প্যানিশ রেডিও স্টেশন ওন্দা সেরো সোমবার জানায়, আনচেলত্তি নাকি ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন যে, এই মৌসুম যেভাবেই শেষ হোক না কেন, তিনি মাদ্রিদ ছেড়ে চলে যাবেন। তবে, মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আনচেলত্তি এই দাবি প্রত্যাখ্যান করেছেন।
‘আমি আমার বিদায়ের তারিখ ঠিক করব না,’ বলেন আনচেলত্তি। ‘আমি জানি, সেই দিন আসবেই। তবে কবে আসবে, সেটা আমি জানি না। সেটা হতে পারে আগামীকাল, পরের ম্যাচের পর, এক বছর পর, কিংবা পাঁচ বছর পর।’
আনচেলত্তি আরও বলেন,
‘আমার একটা লক্ষ্য আছে। ফ্লোরেন্তিনো (পেরেজ) এখানে আরও চার বছরের জন্য আছেন। তিনি আমাকে ভালো করে চেনেন। আমার লক্ষ্য হলো এই চার বছর এখানে থাকা এবং একসঙ্গে আমাদের যাত্রা শেষ করা।’
পেরেজ সম্প্রতি রিয়াল মাদ্রিদের সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন। আনচেলত্তি বলেন, ‘আমরা একসঙ্গে এই ক্লাব থেকে বিদায় নেব, এবং সেটা হবে অনেক ভালোবাসা ও সম্মানের সঙ্গে।’
বর্তমানে রিয়াল মাদ্রিদ লা লিগার শীর্ষে অবস্থান করছে, অ্যাথলেটিকো মাদ্রিদের থেকে দুই পয়েন্ট এগিয়ে এবং বার্সেলোনার থেকে সাত পয়েন্ট ব্যবধানে। এই মৌসুমে তারা ইতিমধ্যে দুটি শিরোপা জিতেছে—উয়েফা সুপার কাপ এবং ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ।
তবে, তাদের পারফরম্যান্স নিয়ে সমর্থক ও গণমাধ্যমের সমালোচনা থেমে নেই। বিশেষত, বার্সেলোনার কাছে দুইবার বড় ব্যবধানে পরাজিত হওয়া এই সমালোচনার মূল কারণ। অক্টোবরে লা লিগায় বার্সেলোনার কাছে ৪-০ এবং সম্প্রতি স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৫-২ ব্যবধানে হার রিয়ালের মর্যাদায় আঘাত হেনেছে।
নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলা চ্যাম্পিয়ন্স লিগেও রিয়ালের পথচলা এ মৌসুমে সহজ হয়নি। লিল, এসি মিলান এবং লিভারপুলের কাছে হারের পর তাদের নকআউট পর্বে জায়গা পাওয়ার সম্ভাবনা কঠিন হয়ে দাড়িয়েছে। তবে আনচেলত্তি এখনো আশাবাদী।
‘আমাদের সুযোগ খুবই কম, তবে যেটুকু সুযোগ আছে, তা হলো পরবর্তী দুই ম্যাচ জেতা,’ বলেন আনচেলত্তি। ‘প্লে-অফ রাউন্ডে খেলতে হলেও আমরা সেরাটা দেব। ডিমান্ডিং ক্যালেন্ডারের সঙ্গে আমরা অভ্যস্ত।’
সমালোচনার মধ্যেও আনচেলত্তি ক্লাবে নিজের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘আমি এখানে প্রচুর ভালোবাসা অনুভব করি। সমর্থক, ক্লাব এবং এমনকি গণমাধ্যমের পক্ষ থেকেও। কখনো কখনো বিষয়গুলো বাড়িয়ে দেখানো হয়, তবে আমি বাস্তবতা ধরে এগোতে চাই।’
কার্লো আনচেলত্তি তার অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাসের সঙ্গে রিয়াল মাদ্রিদের হাল ধরে আছেন। সমালোচনা ও কঠিন চ্যালেঞ্জ সত্ত্বেও তার লক্ষ্য স্পষ্ট—রিয়ালের সঙ্গে শীর্ষে থাকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করা। এখন দেখার বিষয়, চ্যাম্পিয়ন্স লিগের বাকি ম্যাচগুলোতে আনচেলত্তি ও তার দল কতটা ঘুরে দাঁড়াতে পারে।
Carlo Ancelotti: Ive absolutely NOT decided to leave Real Madrid I hope to stay for FOUR more years, same as president Florentino Pérez.That would be perfect in order to do a big farewell together in 2029!. pic.twitter.com/8frvytrmBC— Fabrizio Romano (@FabrizioRomano) January 21, 2025
মন্তব্য করুন