বর্তমানে ইংল্যান্ডের লন্ডনে অবস্থান করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। সেখান থেকে তিনি লেস্টার সিটির কিং পাওয়ার স্টেডিয়ামে গিয়ে দেখেছেন লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচ। ম্যাচ শেষে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
তাবিথ আউয়ালের সঙ্গে বাফুফের নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজও লন্ডনে রয়েছেন। লন্ডন থেকে দুই ঘণ্টার বেশি যাত্রা করে তারা লেস্টারে গিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের এই ম্যাচ উপভোগ করেন।
সম্প্রতি হামজা চৌধুরী ফুটবলে তার আন্তর্জাতিক পরিচয় ইংল্যান্ড থেকে বাংলাদেশে পরিবর্তন করেছেন। ফিফার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এখন তিনি বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার যোগ্য। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে তার আন্তর্জাতিক অভিষেক হওয়ার কথা রয়েছে।
বাফুফে সভাপতির এই সাক্ষাতে ওই ম্যাচের প্রস্তুতি নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানা গেছে। এটি হামজার বাংলাদেশের জাতীয় দলে অন্তর্ভুক্তির পরবর্তী ধাপে এক গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে।
মন্তব্য করুন