ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা আবারও খবরে এসেছেন অদ্ভুত এক মুহূর্তের কারণে। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর গোলকিপার স্টেফানে ওর্তেগাকে জড়িয়ে ধরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে দেখা যায় তাকে। এই ম্যাচে সিটির শিরোপার স্বপ্ন আরও দুর্বল হয়ে পড়েছে।
ম্যান সিটির হয়ে ফিল ফোডেন জোড়া গোল করে দলকে এগিয়ে দেন। কিন্তু শেষ মুহূর্তে ব্রেন্টফোর্ডের ইয়োনে উইসা এবং ক্রিশ্চিয়ান নরগার্ডের গোল ম্যাচে সমতা ফিরিয়ে আনে। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে গার্দিওলাকে গোলকিপার ওর্তেগার দিকে ক্ষুব্ধ হয়ে কিছু বলতে দেখা যায়। বিশেষজ্ঞদের মতে, নরগার্ডের হেড ঠেকাতে ওর্তেগার আরও ভালো করা উচিত ছিল। তবে ক্ষোভ সত্ত্বেও গার্দিওলার ওর্তেগাকে জড়িয়ে ধরে রাখার মুহূর্তটি দৃষ্টি আকর্ষণ করে।
এই ড্রয়ের ফলে ম্যানচেস্টার সিটির শিরোপা ধরে রাখার সম্ভাবনা প্রায় শেষ। ছয় নম্বরে থাকা দলটি টানা তিনটি জয়ের পর ব্রেন্টফোর্ডে মূল্যবান পয়েন্ট হারিয়ে আবারও চাপের মুখে পড়েছে। গার্দিওলার এমন আবেগপূর্ণ প্রতিক্রিয়া দলের বর্তমান অবস্থার হতাশাই প্রকাশ করছে।
সিটি তাদের সামনের ম্যাচে, রোববার (১৯ জানুয়ারি) প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার নীচের দিকের দল ইপ্সউইচ টাউনের মুখোমুখি হবে। গার্দিওলা এবং তার দল এই ম্যাচে জয় ফিরিয়ে এনে নিজেদের ফর্ম পুনরুদ্ধারে মরিয়া থাকবে।
Pep Guardiola GOES OFF at Stefan Ortega after Manchester City blew a two-goal lead Watch https://t.co/pw74sTKZ7u pic.twitter.com/r4ju4KX6zq
— Optus Sport (@OptusSport) January 14, 2025
মন্তব্য করুন