স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

আবার কি বার্সার জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন মেসি?

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

লিওনেল মেসি, যিনি বার্সেলোনার ইতিহাসে একটি অধ্যায় নয়, পুরো যুগ গড়েছেন, হয়তো আবার ফিরতে পারেন সেই ক্লাবে। তার বর্তমান ক্লাব ইন্টার মায়ামির চুক্তির বিশেষ শর্ত এবং বিশ্বকাপের আগে ফিটনেস ধরে রাখার তাগিদ মিলে তৈরি করছে একটি আবেগঘন পুনর্মিলনের সম্ভাবনা। সময় কি আবারও পুরনো স্মৃতি জাগিয়ে নতুন গল্পের সূচনা করবে?

আর্জেন্টিনার কিংবদন্তি এবং আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি ২০২৫ সালে বার্সেলোনায় ফিরে আসার এক অবিশ্বাস্য সুযোগ পেতে পারেন। ধারণা করা হচ্ছে, ইন্টার মায়ামির চুক্তির বিশেষ শর্তাবলী তার পুরনো ক্লাবের সঙ্গে পুনর্মিলনের পথ সুগম করতে পারে, যা ফুটবল ভক্তদের জন্য একটি আবেগঘন মুহূর্ত সৃষ্টি করবে।

মেসি বর্তমানে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির শেষ বছরে আছেন। তবে, এই চুক্তিতে ২০২৬ সাল পর্যন্ত ১২ মাসের জন্য চুক্তি বাড়ানোর একটি অপশন রয়েছে। আশা করা হচ্ছে, এমএলএস ক্লাব ইন্টার মায়ামি এই শর্ত সক্রিয় করবে এবং মেসি তাদের হয়ে পুরো দুই মরশুম খেলবেন। তবে, চুক্তিতে একটি শর্ত অন্তর্ভুক্ত রয়েছে যা তাকে অফ-সিজনে ধারে অন্য ক্লাবে যোগদানের অনুমতি দেয়।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে মেসি তার ফিটনেসের শীর্ষে থাকতে চান। যুক্তরাষ্ট্রে থেকে যাওয়া তাকে বিশ্বকাপের আয়োজক দেশগুলোর সঙ্গে পরিচিত রাখবে, আর বার্সেলোনায় ধারে যোগ দিলে তিনি প্রতিযোগিতামূলক ফুটবলে শারীরিক এবং মানসিক প্রস্তুতি আরও ভালোভাবে নিতে পারবেন।

অন্যদিকে, বার্সেলোনা মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে সবসময় আগ্রহ প্রকাশ করেছে। ২০২১ সালে আবেগঘন বিদায়ের পর মেসির আবারও খেলার সুযোগ অসম্ভব বলে মনে হচ্ছিল। তবে, বর্তমান পরিস্থিতি তাকে পুনরায় কাতালান জায়ান্টদের হয়ে মাঠে নামার সম্ভাবনা জাগাচ্ছে। ক্লাবটি তার প্রতি তাদের ভালোবাসা কখনো গোপন রাখেনি, যেখানে তিনি ৬৭২ গোল করে ক্লাব ইতিহাসে নিজের নাম অমর করে রেখেছেন।

মেসির সম্ভাব্য এই ধারের চুক্তি এমএলএস-এর তারকা খেলোয়াড়দের পূর্বের নজির অনুসরণ করবে। থিয়েরি অঁরি এবং রবি কিয়ানের মতো খেলোয়াড়রাও তাদের এমএলএস ক্যারিয়ারের সময় প্রিমিয়ার লিগে ধারে খেলেছেন। মেসি যদি বার্সেলোনায় ফিরে যান, তবে এটি একই ধরনের একটি সিদ্ধান্ত হবে।

মেসি যদি ২০২৫ সালে বার্সেলোনায় যোগ দেন, তবে এটি ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। তার প্রত্যাবর্তন বার্সেলোনার জন্য যেমন প্রতিযোগিতায় শক্তি বাড়াবে, তেমনি ভক্তদের আবারও তাদের প্রিয় নং ১০-কে ব্লাউগ্রানা জার্সিতে দেখার সুযোগ দেবে।

বিশ্ব ফুটবল এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে, এই অসাধারণ সম্ভাবনা বাস্তবে রূপ নেয় কি না তা দেখার জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৫ সালে ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

কোনো স্বৈরাচার আর যেন মাথা চাড়া না দেয় : টুকু

মধ্যরাতে পানি ছিটিয়ে সরানো হলো অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইদের

পাচার হওয়া অর্থ ফেরত ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করবে সরকার

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে কী লিখলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

লুৎফুজ্জামান বাবর মুক্তি পাচ্ছেন বৃহস্পতিবার

পদত্যাগপত্রে যা লিখেছেন টিউলিপ সিদ্দিক 

আন্দোলনে হামলার ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার

স্কোপাস ইনডেক্স জার্নালের ভিত্তিতে বাকৃবির সেরা দশ গবেষক

নোয়াখালীতে অস্ত্রসহ যুবলীগ নেতা রাহুল গ্রেপ্তার

১০

নাকুগাঁও স্থলবন্দরে এইচএমপিভি প্রতিরোধে নেই সতর্কতা

১১

বগুড়ায় নাশকতার মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

১২

মৌলভীবাজারে বেলি রাস উৎসব

১৩

পায়ে হেঁটে দেড়শো কিলোমিটার পরিভ্রমণ করবে জবি রোভার স্কাউট 

১৪

দেড় দশক পর আখাউড়া বিএনপির কমিটি ঘোষণা

১৫

আটকের পর সাবেক ছাত্রদল নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

১৬

‘গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেই ছাত্র-জনতার বিপ্লব সফল হবে’

১৭

পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

১৮

৯০ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ২

১৯

প্রকাশিত সংবাদের প্রতিবাদ 

২০
X