আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি আবারও ইউরোপে ফুটবল খেলার সুযোগ পেতে পারেন। ইন্টার মায়ামি তাকে নিয়ে নতুন চুক্তির পরিকল্পনা করছে, যেখানে মেসির ইউরোপে খেলার বিশেষ সুযোগ রাখা হতে পারে।
এসবি নেশনের প্রতিবেদন অনুযায়ী, মেসির বর্তমান চুক্তি ২০২৫ সালে শেষ হলেও নতুন চুক্তিতে একটি বিশেষ ধারা যোগ করা হবে। মেজর লিগ সকার (এমএলএস) মৌসুম ডিসেম্বরে শেষ হলে, মেসি ইউরোপের কোনো ক্লাবে ধারে খেলার সুযোগ পাবেন। এতে তিনি ২০২৬ সালের উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে ফিটনেস ধরে রাখতে পারবেন। তবে এখনো মেসি এই চুক্তিতে স্বাক্ষর করেননি বা কোনো ইউরোপীয় ক্লাবের নাম চূড়ান্ত হয়নি।
ইউরোপে ধারে খেলার এই পদ্ধতি নতুন কিছু নয়। এর আগে থিয়েরি অঁরি নিউ ইয়র্ক রেড বুলস থেকে আর্সেনালে, ডেভিড বেকহাম এবং জ্লাতান ইব্রাহিমোভিচ এলএ গ্যালাক্সি থেকে এসি মিলানে ধারে খেলেছেন।
ইন্টার মায়ামি তাদের ২০২৫ মৌসুমের আগে পাঁচটি প্রীতি ম্যাচের সূচি ঘোষণা করেছে। এশিয়ায় ২০২৪ সালের ট্যুর শেষে এবার তারা উত্তর, দক্ষিণ এবং মধ্য আমেরিকায় প্রীতি ম্যাচ খেলবে।
মেসি যদি নতুন চুক্তিতে স্বাক্ষর করেন এবং ইউরোপে খেলতে যান, তবে তা হবে ফুটবলবিশ্বে একটি আলোচিত ঘটনা। বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে তার ফিটনেস ধরে রাখার এই উদ্যোগ ভক্তদের জন্য হবে বিশেষ আকর্ষণ।
মন্তব্য করুন