ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার তার সাবেক বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে ইন্টার মায়ামিতে আবারও একসঙ্গে খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। যদিও এখনই কোনো নিশ্চয়তা নেই, তবে তিনি বলেছেন, ‘ফুটবল সারপ্রাইজে ভরা।’
৩২ বছর বয়সী নেইমার বর্তমানে সৌদি ক্লাব আল হিলালে খেলছেন এবং তার চুক্তি ২০২৫ সালের জুন পর্যন্ত বহাল রয়েছে। তবে চোটের কারণে তিনি নিয়মিত মাঠে নামতে পারছেন না, যা তার ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা তৈরি করেছে।
সিএনএন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আবারও মেসি ও সুয়ারেজের সঙ্গে খেলা দারুণ হবে। তারা আমার ভালো বন্ধু, আমরা এখনও যোগাযোগ রাখি। আমাদের সেই পুরোনো ত্রয়ীকে ফিরিয়ে আনার সুযোগ হলে মজাই হতো।’
তিনি আরও বলেন, ‘আমি আল হিলালে এবং সৌদি আরবে সুখে আছি, তবে ফুটবল যে কোনো মুহূর্তে চমক দেখাতে পারে।’
২০২৩ সালের ডিসেম্বরে মেসি ও সুয়ারেজ ইন্টার মায়ামিতে একসঙ্গে যোগ দেন এবং ২০২৪ সালে তারা মেজর লিগ সকারের (এমএলএস) সাপোর্টারস শিল্ড জিতেছেন। এছাড়া, তারা এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ড গড়েছেন।
নেইমার যদি ইন্টার মায়ামিতে যোগ দেন, তবে ফুটবল বিশ্ব আবারও বার্সেলোনার বিখ্যাত "এমএসএন" (মেসি-সুয়ারেজ-নেইমার) ত্রয়ীকে দেখতে পারে, যা একসময় ইউরোপিয়ান ফুটবলে ত্রাস সৃষ্টি করেছিল। তবে মায়ামি কোচ আগেই বলেছেন, এমএলএসের বেতন কাঠামো অনুযায়ী নেইমারকে দলে নেওয়া কঠিন হতে পারে।
সাক্ষাৎকারে নেইমার তার জাতীয় দল নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাও জানান। ২০২৬ বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি চেষ্টা করব—আমি সেখানে থাকতে চাই। এটা আমার শেষ বিশ্বকাপ, আমার শেষ সুযোগ, তাই আমি সর্বোচ্চ চেষ্টা করব সেখানে খেলার জন্য।’
২০২২ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে কিছুদিন দূরে থাকলেও নেইমার আবারও ব্রাজিলের হয়ে মাঠে নামতে চান। তবে সেটা নির্ভর করছে তার ফিটনেস ও পারফরম্যান্সের ওপর।
বর্তমানে চোটের সঙ্গে লড়াই করা নেইমার কবে মাঠে ফিরবেন, তা এখনও নিশ্চিত নয়। তবে তিনি ফিট হয়ে উঠলে ভবিষ্যতে তাকে মেসি ও সুয়ারেজের সঙ্গে ইন্টার মায়ামির জার্সিতে দেখা যাবে কি না, তা দেখার বিষয়। ফুটবলপ্রেমীরা অবশ্যই এই পুনর্মিলনের সম্ভাবনার দিকে তাকিয়ে থাকবেন।
মন্তব্য করুন