রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও মায়োর্কার আর্জেন্টাইন ডিফেন্ডার পাবলো মাফেওর মধ্যে পুরনো দ্বন্দ্ব ফের জাগ্রত হচ্ছে! স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালের আগে মাফেও মজার ছলে বলেছেন, যদি বক্সিং রিংয়ে মুখোমুখি হতে হয়, তাহলে মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই তিনি ভিনিসিয়ুসকে নকআউট করবেন!
২০২১-২২ লা লিগা মৌসুমে এক ম্যাচে মাফেও ভিনিকে ফাউলের কারণে লাল কার্ড দেখেন তিনি। সেই থেকে ভিনিসিয়ুস ও মাফেওর মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা চলে আসছে। যদিও মাফেও দাবি করেন, পরে তারা নিজেদের মধ্যে সমঝোতা করে নিয়েছেন।
তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ‘ইন্দোমিটোস’ পডকাস্টে এই ডিফেন্ডার রসিকতার ছলে বলেন ‘এটা পুরোপুরি কল্পনার ব্যাপার, কিন্তু যদি এমন কিছু হতো, তাহলে হয়তো এটি ইতিহাসের সবচেয়ে বেশি দেখা লড়াই হতো। তবে আমি নিশ্চিত, আমি জিততাম। ১০ সেকেন্ডেই তাকে নকআউট করে দিতাম!’
আগামী ১০ জানুয়ারি সুপার কাপের সেমিফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও মায়োর্কা। এই ম্যাচে মাঠেই ফের দেখা যেতে পারে ভিনিসিয়ুস ও মাফেওর লড়াই, যা ম্যাচের উত্তাপ আরও বাড়িয়ে তুলতে পারে।
তার আগে, ৮ জানুয়ারি কোপা দেল রে-তে স্পেনের চতুর্থ বিভাগের দল ডিপ মিনেরা-র বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। তবে ফুটবলপ্রেমীদের মূল দৃষ্টি থাকবে সুপার কাপের সেমিফাইনালের দিকে, যেখানে ভিনিসিয়ুস ও মাফেওর দ্বৈরথ আবার আলোচনায় আসতে পারে!
মন্তব্য করুন