বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে-তে ৪-০ গোলের ব্যবধানে বড় পরাজয়ের পরও বারবাস্ত্রোর ফুটবলার ইসরায়েল গার্সিয়া সন্ধ্যাটাকে স্মরণীয় করে রাখলেন। ম্যাচ শেষে দর্শকদের সামনে নিজের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে কঠিন রাতেও আনন্দের মুহূর্ত তৈরি করলেন এই মিডফিল্ডার।
বার্সেলোনা শনিবার রাতে বারবাস্ত্রোর মাঠে একপেশে লড়াইয়ে ৪-০ ব্যবধানে জয় তুলে নেয়। দলের হয়ে গোল করেন এরিক গার্সিয়া ও পাবলো তোরে, আর রবার্ট লেভানডোস্কি জোড়া গোল করেন। বর্তমান চতুর্থ বিভাগের দল বারবাস্ত্রো (সেগুন্দা আরএফইএফ - গ্রুপ ২)-এর বিপক্ষে সহজ জয় নিশ্চিত করে কোপা দেল রের পরবর্তী রাউন্ডে পৌঁছে গেছে কাতালানরা।
তবে বারবাস্ত্রোর গার্সিয়া ম্যাচ শেষে স্টেডিয়ামেই হাঁটু গেড়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন। মাঠের দর্শক ও সতীর্থদের সামনে আবেগঘন এই মুহূর্তটি আনন্দে ভাসায় তার দলকেও।
বার্সেলোনার মাঠের জয়গাঁথার মাঝেও ক্লাবের ভেতরে চলছে অস্থিরতা। গ্রীষ্মকালীন দলবদলে সাইন করা স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমোকে এখনো নিবন্ধন করাতে পারেনি বার্সা, যা নিয়ে ক্লাবের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে।
বার্সা কোচ হান্সি ফ্লিক দাবি করছেন, এই সংকট দলের পারফরম্যান্সকে প্রভাবিত করছে না। তবে ক্লাবের আর্থিক টানাপোড়েন ও লা লিগায় মিশ্র পারফরম্যান্স তাদের কঠিন পরিস্থিতিতে ফেলেছে।
এই জয় নিয়ে বার্সেলোনা এখন সুপারকোপা দে এসপানার সেমিফাইনালে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে লড়তে নামবে বুধবার। অন্যদিকে, বারবাস্ত্রো তাদের লিগের পরবর্তী ম্যাচে ১২ জানুয়ারি তুদেলানোর বিপক্ষে মাঠে নামবে।
একই রাতে দুটি ভিন্ন অনুভূতি—একদিকে বার্সার সহজ জয়, অন্যদিকে বারবাস্ত্রোর গার্সিয়ার জীবনের নতুন অধ্যায়ের সূচনা। ম্যাচ হেরে গেলেও তার প্রেমের জয় হয়েছে, যা ফুটবলপ্রেমীদের কাছে এক অন্যরকম রোমাঞ্চ তৈরি করেছে।
La mejor noticia de hoy ¡Qué vivan los novios! ¡Nos vamos de boda!#AupaUnión️ pic.twitter.com/yNY1PRREOo — U.D. Barbastro (@UD_Barbastro) January 4, 2025
মন্তব্য করুন