ইংলিশ ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনার অবসান কি তাহলে অবশেষে ঘটল? লিভারপুলের তারকা ডিফেন্ডার জানিয়েছেন, আগামী গ্রীষ্মে তিনি রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন। ফ্রি ট্রান্সফারে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের শিবিরে দেখা যাবে এই ইংলিশ তারকাকে এমনটাই দাবি স্প্যানিশ পত্রিকা মার্কার।
দানি কারভাহালের বিকল্প খুঁজতে রিয়াল মাদ্রিদ অনেক দিন ধরেই আলেক্সান্ডার-আর্নল্ডকে নজরে রেখেছে। অবশেষে তাদের সেই স্বপ্ন পূরণের পথে। ট্রেন্ট নিজেই লিভারপুল কর্তৃপক্ষকে জানিয়েছেন, তিনি অ্যানফিল্ডে নিজের সময় শেষ করে রিয়াল মাদ্রিদে নতুন যাত্রা শুরু করতে চান।
মার্কার রিপোর্ট বলছে, জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই ট্রেন্টকে দলে ভেড়ানোর চেষ্টা করেছিল মাদ্রিদ। লিভারপুলও তাকে বিক্রি করে কিছু অর্থ লাভ করতে চেয়েছিল। কিন্তু ট্রেন্ট সিদ্ধান্ত নিয়েছেন, তিনি মৌসুমের বাকি অংশ লিভারপুলে থেকে সমর্থকদের কাছ থেকে সঠিক বিদায় নিতে চান।
২৬ বছর বয়সী এই ডিফেন্ডার চান তার বিদায়টা স্মরণীয় হোক। তিনি লিভারপুলের হয়ে দ্বিতীয় প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন। তাই মৌসুম শেষ হওয়ার আগে অ্যানফিল্ড ছাড়তে চান না।
আগামী ২৯ ডিসেম্বর লিভারপুলের হয়ে ওয়েস্ট হ্যামের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে আলেক্সান্ডার-আর্নল্ডের। তবে তার প্রতিটি ম্যাচ এখন শুধুই খেলাই নয়, যেন লিভারপুল সমর্থকদের জন্য বিদায়ী সংবর্ধনা।
রিয়াল মাদ্রিদে তার যাত্রা নতুন অধ্যায়ের সূচনা করবে, তবে লিভারপুলের সঙ্গে তার সম্পর্কের শেষ পাতা লেখা হবে সমর্থকদের হৃদয়ে। এখন দেখার বিষয়, ট্রেন্ট তার বিদায়ী মৌসুমকে কতটা স্মরণীয় করে তুলতে পারেন।
ট্রেন্টের এই সিদ্ধান্ত লিভারপুলেরি প্রিমিয়ার লিগ টাইটেল বিডকে প্রভাবিত করে কি না তা দেখার বিষয়।
মন্তব্য করুন