স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

এবার এভারটনকেও হারাতে পারল না সিটি

এভারটনের জমাট রক্ষণ ভাঙতে পারেনি সিটি। ছবি : সংগৃহীত
এভারটনের জমাট রক্ষণ ভাঙতে পারেনি সিটি। ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি বেশ সংকটের মধ্য দিয়েই যাচ্ছে। অফ ফর্মে থাকা ম্যানচেস্টার সিটি শেষ ১২ ম্যাচের মধ্যে জয় পেয়েছে মাত্র ১টিতে। তাই বক্সিং ডে’তে গার্দিওলার শিষ্যদের লক্ষ্য ছিল জয়ে ফেরা, তবে সেই লক্ষ্য আর পূরণ হলো না । পুঁচকে এভারটনের সঙ্গেও ১-১ গোলে ড্র করতে হলো হলান্ড-সিলভাদের।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বক্সিং ডে’তে ইত্তিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আর্লিং হলান্ডের পেনাল্টি মিস এবং জর্ডান পিকফোর্ডের অসাধারণ সেভ সিটির জয়ের আশা শেষ করে দেয়। টানা খারাপ পারফরম্যান্সের কারণে বর্তমান চ্যাম্পিয়নরা ছন্দহীন অবস্থায় পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ম্যানচেস্টার সিটি। তৃতীয় মিনিটেই জোসকো গার্দিওলের হেড পোস্টে লেগে ফেরত আসে। এরপর ১৪ মিনিটে জেরেমি ডোকুর পাস থেকে বার্নার্ডো সিলভা একটি ডিফ্লেকশনের মাধ্যমে বল জালে পাঠিয়ে সিটিকে এগিয়ে দেন।

তবে সিটির দুর্বল ডিফেন্সের সুযোগ নিয়ে ৩৬ মিনিটে এভারটনের ইলিমান এনডিয়ায়ে দুর্দান্ত এক ফিনিশিং দিয়ে সমতা ফেরান। আবদুলায়ে ডুকুরের ক্রস থেকে বক্সের মধ্যে বল পেয়ে এনডিয়ায়ে অসাধারণ এক শটে সিটির গোলরক্ষককে পরাস্ত করেন।

দ্বিতীয়ার্ধে সিটি গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। ৫২ মিনিটে ভিটালি মিকোলেঙ্কোর ফাউলের কারণে পেনাল্টি পায় সিটি। তবে এভারটনের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড দুর্দান্ত সেভ করে হলান্ডের পেনাল্টি রুখে দেন। পিকফোর্ডের এটি প্রিমিয়ার লিগ ক্যারিয়ারের সপ্তম পেনাল্টি সেভ।

এরপর সিটি আরও কিছু সুযোগ তৈরি করলেও গোল পায়নি। সাবিনহোর শট পিকফোর্ড সেভ করেন এবং মাতেও কোভাচিচের শট সামান্য বাইরে দিয়ে চলে যায়। কেভিন ডি ব্রুইনা এবং ইলকায় গুনদোয়ানকে বদলি হিসেবে নামানো হলেও সিটির পারফরম্যান্সে উন্নতি আসেনি।

সর্বশেষ ১৩ ম্যাচে মাত্র একটি জয় নিয়ে সিটির অবস্থা এখন অত্যন্ত শোচনীয়। পয়েন্ট তালিকার শীর্ষ চার থেকে ৩ পয়েন্ট পিছিয়ে থাকা সিটি শীর্ষস্থানীয় লিভারপুলের থেকে ১১ পয়েন্ট পিছিয়ে আছে। কোচ পেপ গার্দিওলার মতে, ‘টপ ফোর নিশ্চিত করাও এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’

অন্যদিকে, এভারটন এই ড্রয়ের মাধ্যমে আত্মবিশ্বাস পুনরুদ্ধার করেছে। ১৭ ম্যাচে মাত্র তিনটি জয় পেলেও সাম্প্রতিক সময়ে তাদের পারফরম্যান্স উন্নত হয়েছে। তারা শেষ চার ম্যাচে অপরাজিত থেকে অবনমন অঞ্চলের থেকে ৫ পয়েন্ট এগিয়ে আছে।

শেষ মুহূর্তে ওরেল মাঙ্গালার শট ডিফ্লেক্ট হয়ে পোস্টের বাইরে চলে গেলে এভারটনের জয় হাতছাড়া হয়। তবে এভারটনের কোচ শন ডাইচ এই ড্রকে ‘একটি ইতিবাচক ফলাফল’ হিসেবে উল্লেখ করেছেন।

ম্যানচেস্টার সিটির সাম্প্রতিক ফর্ম তাদের চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে। অন্যদিকে, এভারটনের জন্য এটি ছিল মানসিক দৃঢ়তার প্রমাণ। ম্যাচ শেষে সিটি সমর্থকদের হতাশার মাঝে এভারটন সমর্থকদের উল্লাসই প্রমাণ করে দুটি দলের ভিন্ন অবস্থান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীতের বৃষ্টিতে কমতে পারে তাপমাত্রা

পুলিশ শুধু গুলিই করেনি, মৃত সন্তানের শরীরেও লাথি মেরেছিল : শহীদ মেহেদীর বাবা

কনকনে শীতে বিপাকে দিনাজপুরের মানুষ

মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্য নিহত

আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ নিয়ে শঙ্কা

ঐক্য-সংস্কার-নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু আজ 

ইয়েমেন থেকে আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

পাবনায় সাতসকালে সড়কে ঝরল ৩ প্রাণ

ভারতে সাত দিনের ‘জাতীয় শোক’ ঘোষণা

কোথায় চলবে ক্ষতিগ্রস্ত ৫ মন্ত্রণালয়ের কার্যক্রম?

১০

জেসিও আমিনুল ইসলামের বক্তব্য তার একান্ত ব্যক্তিগত মন্তব্য

১১

কুষ্টিয়া চিনিকলের যন্ত্রাংশ অন্য চিনিকলে স্থানান্তরে বাধা, ক্ষুব্ধ স্থানীয়রা

১২

বায়ুদূষণে শীর্ষে কলকাতা, ঢাকায় বইছে ‘অস্বাস্থ্যকর’ বাতাস 

১৩

চট্টগ্রামে প্রাথমিকের ২৪ শতাংশ বই পৌঁছেছে

১৪

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয় সেই বিমান

১৫

পঞ্চগড়ে শৈত্যপ্রবাহে তাপমাত্রা ৯ ডিগ্রিতে

১৬

পাকিস্তানে জন্ম নেওয়া ভারতের প্রথম অহিন্দু প্রধানমন্ত্রী মনমোহন সিং

১৭

৩২ লাখ টাকার সেতুতে ৭ বছরেও উঠতে পারেনি কেউ

১৮

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বড় নিয়োগ, পদ সংখ্যা ১৮৬

১৯

মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার

২০
X