লিভারপুলের মিশরীয় সুপারস্টার মোহাম্মদ সালাহ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিপক্ষে দলের ৬-৩ গোলের জয়ের ম্যাচে নতুন এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন ।
রোববার (২২ ডিসেম্বর) টটেনহ্যামের মাঠে লিভারপুল ৬-৩ গোলের বড় জয়ে সালাহ গোল এবং অ্যাসিস্টে অনন্য কীর্তি গড়েন। প্রথমার্ধের শেষ মুহূর্তে ডমিনিক সোবোস্লাইয়ের গোলের জন্য অ্যাসিস্ট করেন সালাহ। দ্বিতীয়ার্ধে তিনি আরও একটি গোলের সুযোগ তৈরি করেন, যা লুইস ডিয়াজ লিভারপুলের ষষ্ঠ গোল হিসেবে জালে পাঠান।
এই দুই অ্যাসিস্টের মাধ্যমে সালাহ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা চারটি লিগ মৌসুমে ১০ বা তার বেশি গোল ও অ্যাসিস্টের রেকর্ড গড়েন। এছাড়া, ক্রিসমাসের আগে ১০ বা তার বেশি গোল ও অ্যাসিস্ট করার একমাত্র খেলোয়াড় হিসেবেও তিনি ইতিহাস গড়েছেন।
দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের মধ্যে সালাহ নিজের দ্বিতীয় গোলটি করেন, যা তার ক্লাব ক্যারিয়ারে নতুন মাইলফলক। এই দুই গোলের মাধ্যমে তিনি লিভারপুলের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা হিসেবে নাম লিখিয়েছেন। সালাহর মোট গোল সংখ্যা এখন ২২৯টি, যা বিলি লিডেলের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। সালাহর ওপরে এখন কেবল গর্ডন হজসন, রজার হান্ট এবং ইয়ান রাশ।
লিভারপুল তাদের পরবর্তী ম্যাচে বক্সিং ডে-তে লেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে। ম্যাচটি হবে অ্যানফিল্ডে, যেখানে সালাহ ও তার দল আরও একবার জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে।
মোহাম্মদ সালাহর এই অসাধারণ ফর্ম লিভারপুলের জন্য যেমন স্বস্তি বয়ে এনেছে, তেমনি তাদের শিরোপা দৌড়ে বড় প্রভাব ফেলতে পারে।
মন্তব্য করুন