স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিল দলে ফেরা নেইমারের জীবনের প্রধান লক্ষ্য

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দেওয়ার পর বড় স্বপ্ন নিয়ে এগোচ্ছিলেন ব্রাজিলের তারকা নেইমার জুনিয়র। লক্ষ্য ছিল ক্লাবকে বড় শিরোপা এনে দেওয়া এবং ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপে জায়গা করে নেওয়া। কিন্তু এক ভয়াবহ চোট তার সেই পথচলায় বাধা সৃষ্টি করেছে। গুরুতর হাঁটুর লিগামেন্ট (এসিএল) এবং মেনিস্কাস ছিঁড়ে প্রায় এক বছরের জন্য মাঠের বাইরে ছিলেন তিনি। তবে দীর্ঘ অনিশ্চয়তার পর সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার জানিয়েছেন, ব্রাজিল জাতীয় দলে ফেরাই তার প্রধান লক্ষ্য।

নেইমার বলেন, ‘আমি আগামীবার অবশ্যই আমার সতীর্থদের সঙ্গে থাকব এবং সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে বড় কিছু নেই। আশা করি দল আরও ভালো করবে। আমাদের দলে অনেক সম্ভাবনা রয়েছে এবং তা কাজে লাগাতে হবে যাতে আমরা শক্তিশালী একটি দল হয়ে উঠতে পারি।’

আল-হিলালের হয়ে চোটের কারণে মাঠের বাইরে থাকলেও ক্লাব ছাড়ার কোনো ইচ্ছা নেই নেইমারের। তিনি জানান, ‘আমি আল-হিলালের হয়ে ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ খেলতে চাই। এটি ক্লাবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট।’

ব্রাজিলের অনেক ভক্তের কাছে এখনো কিংবদন্তির মর্যাদা পাননি নেইমার, কারণ এখনো বিশ্বকাপ ট্রফি জিততে পারেননি তিনি। তবে চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন এই ব্রাজিলিয়ান তারকা।

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছাড়ার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে নেইমার জানিয়েছেন, তার শেষ সময়টা খুবই কঠিন ছিল। এমবাপ্পের সঙ্গে বিরোধ, ক্লাবের পক্ষ থেকে তথ্য ফাঁস এবং সমর্থকদের বিক্ষোভ—সব মিলিয়ে পিএসজি ছাড়াটা সুখকর ছিল না। তিনি বলেন, ‘শেষ দিকে আমাকে যেভাবে ব্যবহার করা হয়েছে, তা আমাকে কষ্ট দিয়েছে। তবে এখন সেটা অতীত। ক্লাবের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, শুধু কিছু কর্মকর্তা ও সমর্থকদের প্রতি সামান্য অভিমান আছে। কিন্তু সেটা এখন পেছনে ফেলে এগিয়ে যেতে চাই।’

পিএসজিতে কাটানো সময় নিয়ে নেইমার বলেন, ‘আমার ক্যারিয়ারের শীর্ষ সময়ে ছিলাম আমি। তবে হতাশার জায়গা হলো, আমি দীর্ঘদিন চোটে ভুগেছি এবং পুরো মৌসুম শেষ করতে পারিনি। তবুও লিগ ওয়ানে খেলার অভিজ্ঞতা ছিল অসাধারণ। সেখানে আমার একটি ইতিহাস রয়েছে, যা আমার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ।’

সৌদি আরবে পাড়ি জমানোর সিদ্ধান্ত নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। ভক্তদের ধারণা ছিল, এখানে তিনি হতাশ হবেন এবং তাঁর খেলার মান কমে যাবে। তবে নেইমার জানালেন, তিনি আল-হিলালে বেশ সুখে আছেন। তিনি বলেন, ‘আমি এখানে খুবই খুশি। যারা এখানে খেলতে আসছেন, তাঁরা সবাই এই লিগের ইতিবাচক দিকগুলো দেখে অবাক হচ্ছেন।’

নতুন ক্লাব, নতুন চ্যালেঞ্জ এবং ব্রাজিল দলে ফেরার প্রত্যাশা নিয়ে সামনে এগিয়ে যেতে প্রস্তুত নেইমার। ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ এবং আগামী বিশ্বকাপে তিনি নিজের সেরা পারফরম্যান্স দিতে চান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেলিকপ্টারে চড়িয়ে মায়ের ইচ্ছে পূরণ করলেন আয়নাল

চাঁদা না পেয়ে প্রবাসীর ঘরে তালা দিলেন ইউপি সদস্য

দেশে দখলবাজের পরিবর্তন হয়েছে, দখলদারত্ব বন্ধ হয়নি : হাসনাত

পয়েন্ট পেল ফকিরেরপুল, ওয়ান্ডারার্স

১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

এমএ আজিজ স্টেডিয়াম পেল বাফুফে

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

কাবাডির পাশে থাকার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার

ভারতের মাতব্বরি নয়, বিএনপি বন্ধুসুলভ আচরণ চায় : গয়েশ্বর

ইসরায়েলি হামলায় একই পরিবারের ৭ শিশু নিহত

১০

পুনর্মিলনী করবে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন যশোর ৯৫ ব্যাচ

১১

নারী নিয়ে বিতর্কে মুখ খুললেন সিরিয়ার বিদ্রোহী নেতা

১২

পর্দা উঠল ৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনীর 

১৩

সন্ত্রাসী-চাঁদাবাজদের কোনো দল-মত-ধর্ম নেই : ডা. শাহাদাত

১৪

ঢাকায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

১৫

পাকিস্তানে তল্লাশি চৌকিতে সশস্ত্র হামলায় ১৬ সেনা নিহত

১৬

ভারতে ‘অবৈধ বাংলাদেশিদের’ জন্য ডিটেনশন সেন্টার নির্মাণের ঘোষণা

১৭

‘দিন বদলের সুযোগে অপকর্ম নয়, সমাজকে পরিবর্তন করতে হবে’

১৮

বিভিন্ন মন্দিরে হামলার প্রতিবাদ ঐক্য পরিষদের

১৯

হারিয়ে যাওয়া ৫৩ মোবাইল উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল ডিএমপি

২০
X