রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

দুই ম্যাচের নিষেধাজ্ঞার পর দায় স্বীকার বার্সা কোচের

হ্যান্সি ফ্লিক। ছবি : সংগৃহীত
হ্যান্সি ফ্লিক। ছবি : সংগৃহীত

বার্সেলোনার কোচ হানসি ফ্লিক তার দুই ম্যাচের টাচলাইন নিষেধাজ্ঞার দায় স্বীকার করেছেন। শনিবার সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আমার আবেগ নিয়ন্ত্রণে উন্নতি করতে হবে, গত সপ্তাহে রিয়াল বেতিসের বিপক্ষে লাল কার্ড দেখার পর তিনি এই মন্তব্য করেন।

গত সপ্তাহের লা লিগার ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে ২-২ গোলে ড্র করার সময়, ৬৬তম মিনিটে ভিক্টর রকের বিপক্ষে ফ্রেংকি ডি ইয়ংয়ের চ্যালেঞ্জে পেনাল্টি দেওয়া নিয়ে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানানোয় ফ্লিককে মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

ফ্লিকের নিষেধাজ্ঞার কারণে তিনি লেগানেসের বিপক্ষে রোববারের ম্যাচ এবং আগামী সপ্তাহের অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে সাইডলাইনে থাকতে পারবেন না।

শনিবার সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ‘আমার প্রতিক্রিয়াটি সঠিক ছিল না। মৌসুমের শুরুতে আমি দলকে বলেছিলাম রেফারিদের নিয়ে অভিযোগ না করতে। আমরা এমন বিষয়ে শক্তি নষ্ট করতে চাই না, যা আমরা বদলাতে পারব না। রেফারি একবার সিদ্ধান্ত নিলে তা আর পাল্টানো যায় না।’

রেফারি আলেহান্দ্রো মুনিৎজ রুইজের ম্যাচ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ‘চিৎকার, অঙ্গভঙ্গি এবং সিদ্ধান্তের প্রতিবাদ’ করার কারণে ফ্লিককে লাল কার্ড দেখানো হয়েছিল। তবে ফ্লিক দাবি করেন, তার প্রতিক্রিয়া রেফারির উদ্দেশ্যে ছিল না। বার্সেলোনা নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিল, কিন্তু সেটি খারিজ হয়ে যায়।

ফ্লিক বলেন, ‘আমাদের লাল কার্ড মেনে নিতে হবে। এটা আমার জন্য কঠিন, কিন্তু আমি নতুন লিগে এসেছি, ভুল হয়েছে এবং এটি স্বীকার করছি। আমার আচরণ নিয়ে আমাকে কাজ করতে হবে। আমি শুধু চাই, রেফারিরা সব ম্যাচে সমান আচরণ করুক। আমরা সবাই মানুষ, ভুল হওয়াটাই স্বাভাবিক।’

ফ্লিকের নিষেধাজ্ঞার সময় বার্সেলোনার সহকারী কোচ মার্কাস সর্গ দায়িত্ব পালন করবেন। ফ্লিক বলেন, ‘মার্কাস একজন অভিজ্ঞ কোচ। তার ফুটবল জ্ঞান অনেক গভীর। আমি তার উপর আস্থা রাখি এবং বিশ্বাস করি তিনি ম্যাচ সামলাতে পারবেন।’

রিয়াল বেতিসের বিপক্ষে ড্রয়ের পর চ্যাম্পিয়নস লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে বার্সা। এছাড়াও দলে ফিরে এসেছেন রক্ষণভাগের খেলোয়াড় রোনাল্ড আরাউহো, যিনি জুলাইয়ে অস্ত্রোপচারের পর এই মৌসুমে এখনও মাঠে নামেননি। আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন এবং আনসু ফাতিও অনুশীলনে যোগ দিয়েছেন।

ফ্লিক বলেন, ‘এখনই বলা সম্ভব নয় আরাউহো শুরুর একাদশে থাকবেন কি না। তবে পরিকল্পনা আছে কিছু সময় তাকে খেলানোর। সে শুরু করতেও পারে, না হলেও ম্যাচের কিছু অংশ খেলবে।’

এই সপ্তাহে বার্সেলোনা লা লিগার পয়েন্ট টেবিলে দুই পয়েন্ট এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদের থেকে, যাদের একটি ম্যাচ হাতে আছে এবং শনিবার তারা রায়ো ভায়েকানোর বিপক্ষে খেলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিগত বছরগুলোতে বিক্রি হয়ে যাওয়া বুদ্ধিজীবিতা দেখেছি’

জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মী হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ

১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিনও লাগেনি : অসীম

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকা কলেজ ছাত্রদলের চিত্র প্রদর্শনী

বিশ্ববিদ্যালয় পরিষদের নতুন সভাপতি কুয়েট উপাচার্য অধ্যাপক মাছুদ

রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বার্তা, উত্তেজনা

ভাতা বৃদ্ধির দাবিতে ট্রেইনি চিকিৎসকদের মশাল মিছিল

মঈন খানের সঙ্গে মধ্যাহ্নভোজ ব্রিটিশ হাইকমিশনারের

চট্টগ্রামে বিজয় মেলা / গয়না ও মৃৎপণ্য কিনতে তরুণীদের ভিড়

আরাকান আর্মি বাংলাদেশের ভূমি দখল করেছে দাবি, জানা গেল সত্যতা

১০

আন্দোলনে হামলায় আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার  

১১

ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের খোঁজ নিলেন ডা. সায়েদুর রহমান

১২

কুমিল্লায় রুদ্ধশ্বাস ম্যাচে আবাহনীকে হারাল মোহামেডান

১৩

চুল কাটতে বলায় মারধর, ১১ মাস অজ্ঞান থাকা সেই বৃদ্ধের মৃত্যু

১৪

‘শহীদ বুদ্ধিজীবীদের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছিল আ.লীগ’

১৫

দুই ম্যাচের নিষেধাজ্ঞার পর দায় স্বীকার বার্সা কোচের

১৬

‘ট্যাগের রাজনীতি থেকে এখনো বের হতে পারিনি’

১৭

পুকুরে মিলল হাত-পা বাঁধা শিশুর লাশ

১৮

জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতি করে না : আব্দুল হালিম

১৯

‘আ.লীগের চেয়ে ভালো বাংলাদেশ না গড়লে গণঅভ্যুত্থান ব্যর্থ’

২০
X