সৌদি পেশাদার লিগ আরব ক্লাব কাপের ফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে আল হিলালকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে আল নাসর।
শনিবার (১২ আগস্ট) পর্তুগিজ যুবরাজের জোড়া গোলে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে।
প্রথম মৌসুমে আল নাসরকে লিগ শিরোপা এনে দিতে না পারলেও খুব বেশি সময় নেননি এই মহাতারকা। দ্বিতীয় মৌসুমেই আরব কাপের শিরোপা এলো আল নাসরের ঘরে।
আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ কাপের ৪১ বছরের ইতিহাসে যে দলটা কখনোই ফাইনালে উঠতে পারেনি, ক্রিস্টিয়ানো রোনালদোর বদৌলতে সেই অসাধ্য কাজটি সাধন হয়েছে।
খেলার শুরুতেই দুদলই হাড্ডাহাড্ডি লড়াই করে। কিন্তু কোনো দলই গোলের দেখা পায়নি। বলের দখলে কিছুটা অবশ্য এগিয়ে ছিল আল হিলাল।
প্রথমার্ধে হলুদ কার্ড দেখেন আল নাসরের মার্সেল ব্রোজোভিচ ও সুলতান আল ঘানাম। আল হিলালের কালিদু কৌলাবালি ও আলি আলবুলায়িও হলুদ কার্ড দেখেন। দ্বিতীয়ার্ধের শুরুতে আল নাসরের উইঙ্গার সাদিও মানেও হলুদ কার্ড দেখেন।
দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে ব্রাজিলিয়ান উইঙ্গার মিকাইল গোল করে আল হিলালকে এগিয়ে দেন। এরপর ৭১ মিনিটে লাল কার্ড দেখেন আল নাসরের সেন্টারব্যাক আব্দুলেইয়াহ আল-আমরি। কিন্তু এর ঠিক তিন মিনিট পরে অর্থাৎ ৭৪ মিনিটে আল নাসরকে সমতায় ফেরান রোনালদো।
আল নাসরের প্রথম গোলের চার মিনিট পরেই আবার লাল কার্ড দেখেন নাওয়াফ বৌশাল। এতে নয়জনের দলে পরিণত হয় আল নাসর। নব্বই মিনিটের খেলা সমতায় শেষ হলে গড়ায় অতিরিক্ত সময়ে।
এরপর ৯৮ মিনিটে গোল দিয়ে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। ফাইনাল ম্যাচে জোড়া দুই গোলের মাধ্যমে এ লীগে পর্তুগিজ মহাতারকা ৬ গোল করলেন।
অতিরিক্ত সময় শেষ হলে আরব ক্লাব কাপে চ্যাম্পিয়ন হয় আল নাসর। গত জানুয়ারিতে ক্লাবটিতে যোগ দেওয়ার পর এটি রোনালদোর প্রথম শিরোপা।
মন্তব্য করুন