ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যামের আর্জেন্টাইন তারকা ক্রিশ্চিয়ান রোমেরো ইনজুরিতে ছিটকে গেছেন। বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডারকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে নতুন চোটের কারণে।
চেলসির বিপক্ষে রোববারের (০৮ ডিসেম্বর) ম্যাচে পাঁচ ম্যাচ পর দলে ফিরেছিলেন রোমেরো। কিন্তু ম্যাচের ১৫ মিনিটের মাথায় তিনি চোট পেয়ে মাঠ ছাড়েন। প্রথমে ধারণা করা হয়েছিল, আগের আঙুলের চোটই ফিরে এসেছে। তবে সাংবাদিক গাস্তন এদুলের তথ্য অনুযায়ী, এটি নতুন মাংসপেশির চোট এবং তাকে ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। ফলে ২০২৪ সালের বাকি অংশে আর খেলতে পারবেন না তিনি।
টানা তিনটি প্রিমিয়ার লিগ ম্যাচে জয়হীন টটেনহ্যামের জন্য রোমেরোর এই চোট বড় ধাক্কা। ১৫ ম্যাচ শেষে মাত্র ২০ পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলের ১১তম স্থানে অবস্থান করছে।
আগামী বৃহস্পতিবার ইউরোপা লিগে রেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে আনজে পোস্টেকোগলুর দল, এরপর রোববার তাদের প্রতিপক্ষ সাউদাম্পটন।
মন্তব্য করুন