ব্রাজিল ও চেলসির সাবেক তারকা অস্কারের কথা মানে আছে? ২০১৪ বিশ্বকাপে ব্রাজিল দলের অন্যতম প্রধান এই ফুটবলার রীতিমতো তার ক্যারিয়ারের সোনালী সময়ে ইউরোপ ছেড়ে চীনে পাড়ি জমান। সেই অস্কার চীনের ক্লাব সাংহাই পোর্টের হয়ে দীর্ঘ আট বছরের ক্যারিয়ারের ইতি টানলেন সম্প্রতি। ক্লাবের শেষ ম্যাচে সমর্থকদের ভালোবাসায় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
২০১৭ সালে ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের চীনে পা রাখা ছিল ফুটবল দুনিয়ায় এক বড় চমক। ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার অনেকেই অবাক হয়েছিলেন তার ক্যারিয়ারের সেরা সময়ে তুলনামূলক নিম্নমানের লিগে চলে যাওয়ায়। তবে চীনে তিনি পুরোপুরি মানিয়ে নিয়েছিলেন এবং সাংহাই পোর্টের হয়ে আট বছরে প্রায় ১৭৫ মিলিয়ন পাউন্ডের (২৩০০ কোটি টাকা বাংলাদেশি মুদ্রায়) আয় করেছেন।
চেলসির হয়ে দুটি প্রিমিয়ার লিগ, একটি ইউরোপা লিগ এবং একটি লিগ কাপ জয়ী অস্কার, ২০১৪ বিশ্বকাপে ব্রাজিল দলের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন। কিন্তু চীনে যাওয়ার পর তার আন্তর্জাতিক ক্যারিয়ার প্রায় শেষ হয়ে যায়। তিনি সেখানে কয়েকটি ট্রফি জিতলেও অনেক ভক্ত ও বিশেষজ্ঞের কাছে তার সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ ছিল।
সাংহাই পোর্টের হয়ে অস্কার অবশ্য ২৪৮টি ম্যাচে অংশ নিয়ে ৭৭টি গোল এবং ১৪১টি অ্যাসিস্ট করেছেন। তার সময়ে আরও অনেক বড় তারকা যেমন জন ওবি মিকেল, ওডিয়ন ইঘালো, কার্লোস তেভেজ এবং আলেকজান্দ্রে পাটো চীনে গিয়েছিলেন, কিন্তু অস্কার তাদের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় ধরে খেলেছেন।
বিদায় বেলায় অস্কার জানিয়েছেন, পরিবারকে আরও সময় দিতে চান তিনি। চীনা সংবাদমাধ্যম ‘চায়না ডেইলি’-কে তিনি বলেন, ‘আমার মা বৃদ্ধ হচ্ছেন, আমার বোনদের সন্তান হচ্ছে। আমরা বাড়ির কাছে থাকতে চাই।’ ধারণা করা হচ্ছে, তিনি দক্ষিণ আমেরিকায় ফিরতে পারেন। তার সাবেক ক্লাব ইন্টারনাসিওনাল তাকে দলে ফেরাতে আগ্রহী, ক্লাবের কোচ এদুয়ার্দো কৌদেত বলেন, ‘আমি অস্কারকে ফিরিয়ে আনতে চাই।’
সাংহাইয়ের স্মৃতিকে সঙ্গী করে অস্কার এবার হয়তো নতুন অধ্যায়ের দিকে পা বাড়াচ্ছেন।
মন্তব্য করুন