চেলসি ও ম্যনচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ হোসে মরিনহো সম্প্রতি ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার তাকে নিয়ে করা মন্তব্যের জবাব দিয়েছেন। গার্দিওলা জানিয়েছিলেন, তিনি ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন, যেখানে মরিনহোর রয়েছে মাত্র তিনটি। মরিনহো পাল্টা জবাবে বলেন, তার জয়গুলো ছিল ‘সৎ ও পরিষ্কার’।
কি ঘটেছিল?
গত রোববার (০১ ডিসেম্বর) লিভারপুলের কাছে ২-০ গোলে হারের পর এনফিল্ডে সমর্থকদের ‘কাল সকালেই বরখাস্ত হচ্ছ’ ধরণের ব্যঙ্গাত্মক স্লোগানের জবাবে গার্দিওলা তাদের দিকে ছয়টি আঙুল তুলে দেখান, ইঙ্গিত করেন যে তিনি ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন।
এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ থাকার সময় মরিনহোও অনুরূপভাবে তিনটি আঙুল তুলে দেখিয়েছিলেন। ২০১৮ সালে লিভারপুলের কাছে হারের পর তাকে বরখাস্ত করা হয়।
গার্দিওলা এরপর সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘আমি আশা করি আমার ক্ষেত্রে এমনটা হবে না... সে তিনটি জিতেছে, আমি ছয়টি... তবে আমরা একই রকম।’
মরিনহোর প্রতিক্রিয়া
এ বিষয়ে মরিনহো তুরস্কের সংবাদমাধ্যম হুরিয়েত-কে বলেন, ‘গার্দিওলা আমার সম্পর্কে কিছু বলেছে... সে ছয়টি জিতেছে, আমি তিনটি, কিন্তু আমি সৎভাবে ও পরিষ্কারভাবে জিতেছি।’
মরিনহো সিটির বিরুদ্ধে চলমান আর্থিক অনিয়মের অভিযোগের দিকে ইঙ্গিত করে বলেন, ‘যদি আমি হেরে যাই, আমি প্রতিপক্ষকে অভিনন্দন জানাই, কারণ সে আমার চেয়ে ভালো খেলেছে। আমি ১৫০টি মামলার মাধ্যমে জিততে চাই না।’
প্রতিদ্বন্দ্বিতা ও পুরনো সমালোচনা
এর আগেও মরিনহো ম্যানচেস্টার সিটির সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, যদি সিটির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় এবং তাদের শিরোপা কেড়ে নেওয়া হয়, তবে তিনি তার চতুর্থ প্রিমিয়ার লিগ পদক চান। কারণ, ২০১৭-১৮ মৌসুমে তার ম্যানচেস্টার ইউনাইটেড দ্বিতীয় স্থানে ছিল।
সিটির পক্ষ থেকে মরিনহোর মন্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া এখনো জানানো হয়নি।
মন্তব্য করুন