স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:০২ এএম
অনলাইন সংস্করণ

অর্ধেক মৌসুম না খেলেও লিগসেরা হলেন মেসি

পুরস্কার হাতে পরিবারের সাথে মেসি। ছবি : সংগৃহীত
পুরস্কার হাতে পরিবারের সাথে মেসি। ছবি : সংগৃহীত

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এবার মেজর লিগ সকার (এমএলএস)-এর ২০২৪ মৌসুমের ল্যান্ডন ডোনোভান এমভিপি পুরস্কার জিতে নিলেন। শুক্রবার (৬ ডিসেম্বর) এই পুরস্কার ঘোষণা করা হয়। মেসি তার ২০ গোল এবং ১৫টি অ্যাসিস্টের অসাধারণ পারফরম্যান্সের জন্য এই সম্মান অর্জন করেন। তিনি পেছনে ফেলেছেন কলম্বাস ক্রুর কুচো হার্নান্দেজ, পোর্টল্যান্ড টিম্বার্সের এভান্ডার, ডি.সি. ইউনাইটেডের ক্রিশ্চিয়ান বেন্টেক এবং নিজের ক্লাব ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজকে।

৩৭ বছর বয়সী মেসি মৌসুমে মাত্র ১৯টি ম্যাচ খেলেই ২০টি গোল করেন এবং ১৫টি অ্যাসিস্ট দেন। এমএলএস ইতিহাসে এটি তৃতীয়বারের মতো কোনো খেলোয়াড় ২০ গোল এবং ১৫ অ্যাসিস্টের রেকর্ড গড়লেন। এর আগে ২০১৯ সালে এলএএফসি-র কার্লোস ভেলা এবং ২০১৫ সালে টরন্টো এফসি-র সেবাস্তিয়ান জিওভিনকো এই কীর্তি করেছিলেন।

পুরস্কার ঘোষণার সময় এমএলএস কমিশনার ডন গারবার ইন্টার মায়ামি অ্যাকাডেমির শিক্ষার্থীদের সামনে মেসির তিন সন্তান থিয়াগো, মাতেও এবং সিরোর মাধ্যমে এই সম্মাননা তুলে দেন। মেসি বলেন, ‘এই পুরস্কার পেয়ে আমি গর্বিত। ইন্টার মায়ামির সঙ্গে প্রতিদিন অনুশীলন করা এবং এখানকার তরুণ খেলোয়াড়দের বড় হতে দেখা আমার জন্য আনন্দের। তোমাদের স্বপ্নের জন্য লড়ে যাওয়ার আহ্বান জানাই।’

মেসি মাত্র ৫৫ শতাংশ ম্যাচ খেলেও এমভিপি নির্বাচিত হন। মৌসুমের শুরুতে চোটের কারণে ৬২ দিন মাঠের বাইরে ছিলেন তিনি। তবে সেই সময় ইন্টার মায়ামি মেসিকে ছাড়াই ৯টির মধ্যে ৮টি ম্যাচে জয় পায়।

১,৪৮৫ মিনিটের খেলার সময় মেসির গড় গোল সংখ্যা প্রতি ৯০ মিনিটে ১টিরও বেশি ছিল। এমএলএস-এর তথ্য অনুযায়ী, প্রতি ম্যাচে তার গড় গোল এবং অ্যাসিস্ট ছিল ২.১৮, যা লিগের নতুন রেকর্ড।

মেসির এই এমভিপি পুরস্কার তার দীর্ঘ ক্যারিয়ারের আরেকটি অনন্য সংযোজন। তিনি ৮ বার ব্যালন ডি'অর, ৮ বার ফিফা বর্ষসেরা খেলোয়াড়, ৭ বার লা লিগার এমভিপি এবং একাধিকবার চ্যাম্পিয়ন্স লিগ সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।

এমএলএস কমিশনার ডন গারবার মেসির ব্যাপারে বলেন, ‘মেসি এমনই একজন তারকা, যার জনপ্রিয়তা মাইকেল জ্যাকসন এবং টেইলর সুইফটের মতো।’

ইন্টার মায়ামি এবারের মৌসুমে ৭৪ পয়েন্ট নিয়ে রেকর্ড গড়লেও প্লে-অফের প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে বিদায় নেয়। নভেম্বরে কোচ জেরার্ডো "টাটা" মার্টিনো ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন এবং তার স্থলাভিষিক্ত হন মেসির সাবেক সতীর্থ হাভিয়ের মাশ্চেরানো।

এদিকে, এমএলএস কাপ ফাইনালে শনিবার এলএ গ্যালাক্সি এবং নিউইয়র্ক রেড বুলস মুখোমুখি হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাল্যবিয়ে করতে চট্টগ্রামে আসেন ভারতীয় নাগরিক, অতঃপর...

‘জামায়াত জনগণকে ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখাচ্ছে’

স্বাস্থ্য পরামর্শ / ডায়াবেটিসে আক্রান্ত রোগীর পায়ের যত্ন ও পিআরপি থেরাপির ভূমিকা

স্কুলছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ জাপা নেতার বিরুদ্ধে

শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রেলিক সিটির বিরুদ্ধে ৮ হাজার বিঘা জমি ‘দখলচেষ্টার’ অভিযোগ

সারা দেশে ক্লাস বর্জনের ডাক শিক্ষার্থীদের

উত্থাপিত অভিযোগ অসত্য ও ভিত্তিহীন : এমজিআই

অসুস্থ হয়ে পড়েছেন অনশনরত কুয়েটের ৪ শিক্ষার্থী

সমমনা দলগুলোর সঙ্গে ইসলামী আন্দোলনের রাজনৈতিক সংলাপ বুধবার

১০

পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ : অধ্যাপক ইউনূস

১১

শাহবাগে অবরোধ, রাজুতে অনশন

১২

ভোলায় পাওনা টাকা নিয়ে মারধরে ব্যবসায়ী নিহত

১৩

নারায়ণগঞ্জে আরসা প্রধান আতাউল্লাহসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ

১৪

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক নসরুল কাদির

১৫

​পিএসএলে তৃতীয় ম্যাচেও স্বরূপে রিশাদ

১৬

চট্টগ্রামে নালায় পড়ে শিশুর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

১৭

বাংলাদেশে হাজার কোটির রেল প্রকল্প কেন স্থগিত করল ভারত

১৮

ট্রান্সশিপমেন্ট ইস্যুতে নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা

১৯

কী এমন পণ্য যাতে ৩ হাজার শতাংশ শুল্ক বসাতে চায় যুক্তরাষ্ট্র

২০
X