বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ঘোষণা করেছে যে ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপের সব ম্যাচ বিনামূল্যে সম্প্রচার করা হবে। তারা এ নিয়ে ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডাজেনের সঙ্গে এক বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি করেছে। এই চুক্তির আওতায় টুর্নামেন্টের ৬৩টি ম্যাচই ডাজেনের প্ল্যাটফর্মে সরাসরি দেখা যাবে।
প্রথমদিকে সম্প্রচার স্বত্ব বিক্রির ক্ষেত্রে ফিফা চ্যালেঞ্জের মুখে পড়েছিল। অ্যাপলের সঙ্গে আলোচনাও ভেঙে গিয়েছিল বলে জানা যায়। তবে এই নতুন চুক্তির মাধ্যমে ডাজেনের স্থানীয় ফ্রি-টু-এয়ার সম্প্রচারকদের সাব-লাইসেন্সিং সুবিধাও দিতে পারবে।
ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেন, ‘এই চুক্তির মাধ্যমে ক্লাব বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে সহজলভ্য ক্লাব ফুটবল টুর্নামেন্ট।’
তিনি আরও বলেন, ‘ডাজেনের এবং ফিফা+ প্ল্যাটফর্মের সঙ্গে অংশীদারিত্বে আমরা বিশ্বের সেরা ক্লাব ফুটবল বিনামূল্যে সবার কাছে পৌঁছে দিতে পারবো। এর ফলে বিশ্বের প্রত্যেক ফুটবলপ্রেমী ৩২টি সেরা ক্লাবের খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতা উপভোগ করতে পারবেন এবং নতুন ফিফা ক্লাব বিশ্ব চ্যাম্পিয়ন দেখার সুযোগ পাবেন।’
তিনি এটিকে মেধাভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক টুর্নামেন্ট বলে অভিহিত করেছেন, যা বিশ্বব্যাপী খেলোয়াড় ও ভক্তদের মন জয় করবে।
টুর্নামেন্টের সময়সূচি
২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ আগামী ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ৩২টি দল, যার মধ্যে রয়েছে ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, চেলসি এবং ইন্টার মায়ামির মতো শীর্ষ ক্লাব।
খেলোয়াড়দের কর্মভার নিয়ে উদ্বেগ
যদিও টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড়দের কর্মভার ও স্বাস্থ্যের বিষয়ে ফিফপ্রোর পক্ষ থেকে আইনি আপত্তি জানানো হয়েছে, তবে বর্তমান পরিস্থিতিতে টুর্নামেন্ট যথাসময়ে অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের ড্র ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। এটি বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১২টায় মায়ামিতে অনুষ্ঠিত হয়।
FIFA confirms it has no TV broadcaster for the new 32-team Club World Cup next year with the global rights going to streaming platform DAZN who will show games free — Rob Harris (@RobHarris) December 4, 2024
মন্তব্য করুন