ইন্টার মায়ামির নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই লিওনেল মেসির সঙ্গে পরামর্শ করেছেন হাভিয়ের মাশ্চেরানো। এই আর্জেন্টাইন কিংবদন্তি জানিয়েছেন, দল নিয়ে মেসির ভাবনা জানতে তাকে ফোন করেছিলেন মাশ্চেরানো।
লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি সম্প্রতি হাভিয়ের মাশ্চেরানোকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। তিন বছরের চুক্তিতে ক্লাবটির দায়িত্ব পেয়েছেন তিনি। এটি তার প্রথম সিনিয়র ম্যানেজমেন্ট পদ, যদিও এর আগে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-২৩ দলের কোচ ছিলেন। মায়ামিতে তিনি মেসি, সার্জিও বুসকেটস, জর্দি আলবা এবং লুইস সুয়ারেজের মতো সাবেক বার্সেলোনা সতীর্থদের সঙ্গে কাজ করবেন।
মাশ্চেরানো জানান, দায়িত্ব নেওয়ার পরই তিনি মেসির সঙ্গে কথা বলেন। ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি লিওর সঙ্গে কথা বলেছি তার মতামত জানার জন্য। আমাদের মধ্যে খুবই স্বাভাবিক সম্পর্ক রয়েছে যা আমাকে সৎভাবে কথা বলার সুযোগ দেয়। লিও সাধারণত কোনো বিষয়ে অতিরিক্ত জড়ান না। তবে তার মতো একজন প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের মতামত জানা অত্যন্ত মূল্যবান। আমি এখানে আসতে পেরে খুশি এবং শিগগিরই অনুশীলন শুরু করার অপেক্ষায় আছি।’
তিনি আরও বলেন আমাদের মধ্যে সতীর্থ থেকে কোচের সম্পর্কের এই পরিবর্তন কোনো কঠিন বিষয় নয়। আমি ২০১৮ সালে বার্সেলোনা ছেড়েছি, এর মধ্য দিয়ে অনেক সময় পেরিয়ে গেছে। আমরা পরিণত মানুষ এবং পেশাদার। আমি মনে করি, সহজভাবে ও স্বাভাবিকভাবে বিষয়গুলো করলে কাজ অনেক সহজ হয়ে যায়।’
মাশ্চেরানোর নতুন দায়িত্বের বিষয়ে ইন্টার মায়ামির সহ-মালিক হোর্হে মাস বলেন, ‘আমরা ২০১৯ সালে মাশ্চেরানোকে নিয়ে আসার পরিকল্পনা করেছিলাম। সেই সময় আমরা ভেবেছিলাম তিনি দারুণ একজন পরামর্শদাতা হবেন। পাঁচ বছর পর তিনি এখানে এসেছেন। এটি যেন এক ধরনের ভাগ্য।’
মাশ্চেরানোর হাতে এখন তিন মাস সময় রয়েছে। আগামী ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হতে যাওয়া নতুন এমএলএস মৌসুমের আগে তিনি দলটিকে প্রস্তুত করতে কাজ করবেন।
মন্তব্য করুন