আকাশের সবচেয়ে সুন্দর জিনিসটা যদি তারা হয় তাহলে ফুটবলের সবচেয়ে সুন্দর ও দামি নামটা অবশ্যই লিওনেল মেসি। না ভুল বললাম। শুধু মেসিই না আরও একজনও যে আছেন। নামটা মনে করিয়ে দেবার প্রয়োজন আছে? তিনি পর্তুগালের বরপুত্র ক্রিশ্চিয়ানো রোনালদো।
গোটা একটা প্রজন্মকে ফুটবলের নেশায় বুদ করে রেখেছেন ফুটবলের এই দুই গোট, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। এখনো সমান তালে মাতিয়ে রাখছেন ফুটবলের গ্যালারি থেকে পুরো বিশ্বকে। জানান দিচ্ছেন ফুটবলের সবুজ গালিচা শুধু তাদেরই জন্য।
ইউরোপ ছেড়ে লিও মেসি ঘাঁটি গেড়েছেন মার্কিন মুল্লুকে আর ক্রিশ্চিয়ানো রোনালদো মরুর দেশ সৌদি আরবে। তবে এখনো তাদের কমেনি বিন্দুমাত্র কদর। না দামে না পারফরম্যান্সে কোনো জায়গাতেই যেন কম্প্রোমাইজ করতে রাজি নন তারা। ভিন্ন দুই দেশের ভিন্ন লিগে খেললেও আজ একে ও তো কাল ও একে ছাড়িয়ে যাচ্ছেন। নতুন সব রেকর্ড গড়ছেন। আরও একবার রেকর্ড গড়লেন এই দুই তারকা। ফুটবল বিধাতা যেন মেসির নামের সঙ্গে রোনালদোকেও পাশাপাশি রাখতে কার্পণ্য করেন না। ইউরোপের বাইরে থেকেও বিশ্বের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন মেসি ও রোনালদো। তাতেই নতুন এক রেকর্ড হয়ে গেল তাদের।
২০২৪ সালে ফিফপ্রো প্রকাশ করেছে তাদের বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকা। সেখানে ইউরোপের বাইরে থেকে জায়গা করে নিয়েছেন মেসি ও রোনালদো। ফিফপ্রোর এই তালিকায় রয়েছেন বিশ্বের ২৬ ফুটবল তারকা। তাদের নিয়েই গড়া হয়েছে বিশ্বের সেরা একাদশ।
মূলত ফিফপ্রোর এই তালিকায় ফুটবলার বাছাই করেন ফুটবলাররাই। অর্থাৎ ভোটের মাধ্যমে ফুটবলাররা তাদের সেরা একাদশ নির্বাচন করেন। এই ভোটিং সিস্টেমের জন্য ফিফপ্রোর এই একাদশ বিশ্বব্যাপী গুরুত্বও পায়।
২০২৪-এর তালিকায় মোট ১১ ফুটবলার জায়গা পেয়েছেন ইংলিশ লিগ থেকে, যা এক ক্লাব থেকে সর্বোচ্চ। তবে অবাক করা বিষয় হলো এই মৌসুমে লিভারপুলের হয়ে দুর্দান্ত খেলতে থাকা মোহাম্মদ সালাহ নেই এই তালিকায়।
ফিফপ্রো ২০০৭ সাল থেকে সেরা ফুটবলার বাছাই করার এই পদ্ধতি শুরু করে। যেখানে তুলনা করা হলে রোনালদোর থেকে বেশিবার জায়গা পেয়েছেন মেসি। এবার নিয়ে এখন পর্যন্ত লিও মেসি জায়গা পেয়েছেন ১৭ বার, যা রোনালদো থেকে দুবার এগিয়ে। ২০২২ ও ২০২৩ সালে জায়গা পাননি রোনালদো। আর তাতেই পিছিয়ে পড়েছেন মেসির থেকে।
মন্তব্য করুন