মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

কোমায় চলে গেলেন মাঠে অচেতন হওয়া ফিওরেন্তিনা ফুটবলার

এডোয়ার্ডো বোভে। ছবি : সংগৃহীত
এডোয়ার্ডো বোভে। ছবি : সংগৃহীত

ইন্টার মিলানের বিপক্ষে রোববার অনুষ্ঠিত সিরি ‘আ’ ম্যাচে মাঠেই অজ্ঞান হয়ে পড়েন ফিওরেন্তিনার মিডফিল্ডার এডোয়ার্ডো বোভে। গুরুতর অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং ম্যাচটিও তখনই স্থগিত করা হয়। হাসপাতালে নেওয়ার পর ২২ বছর বয়সী ফুটবলার অবশ্য কোমায় চলে গেছেন।

২২ বছর বয়সী বোভে মাঠে পড়ে যাওয়ার পর তার সতীর্থরা দ্রুত চিকিৎসার জন্য মেডিকেল স্টাফদের ডাক দেন। মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হয় এবং ফ্লোরেন্সের কেয়ারেগি হাসপাতালে ভর্তি করা হয়।

ফিওরেন্তিনা এক বিবৃতিতে জানিয়েছে, ‘ডোয়ার্ডো বোভে বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। প্রাথমিক কার্ডিওলজিকাল এবং নিউরোলজিক্যাল পরীক্ষায় গুরুতর ক্ষতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাকে ২৪ ঘণ্টা পর পুনরায় মূল্যায়ন করা হবে।’

‘স্কাই ইতালিয়া’ জানিয়েছে, অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় বোভে জ্ঞান ফিরে পান এবং নিজে শ্বাস নিতে সক্ষম হন।

বোভের এই অবস্থার খবর পেয়ে তার পরিবার, প্রেমিকা, ফিওরেন্তিনার কোচ রাফায়েল পল্লাদিনো, বেশিরভাগ সতীর্থ এবং ক্লাবের পরিচালকরা হাসপাতালে উপস্থিত হন। এমনকি ফ্লোরেন্স শহরের মেয়রও হাসপাতালে যান। ফিওরেন্তিনার ভক্তরাও হাসপাতালে এসে জড়ো হন।

ঘটনাটি ঘটে ম্যাচের ১৬তম মিনিটে। বোভে তার বুটের ফিতা বাঁধার সময় হঠাৎ করে মাটিতে পড়ে যান। ভিএআর চেকের পরপরই খেলা স্থগিত করা হয়। খেলোয়াড়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

ম্যাচটি তখন ০-০ অবস্থায় ছিল। ঘটনাটি ঘটে যাওয়ার পরপরই ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ইন্টার চেয়ারম্যান জিউসেপে মারোত্তা এ বিষয়ে বলেন, ‘এ ধরনের পরিস্থিতিতে ফুটবল একত্রিত হয়। সকল খেলোয়াড় এবং রেফারি মিলে খেলা বন্ধের সিদ্ধান্ত নেয়। এটি খুবই স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত ছিল।’

বোভের সুস্থতা কামনা করে বিভিন্ন সিরি আ ক্লাব বার্তা পাঠিয়েছে। জুভেন্টাস সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে, ‘আমরা সবাই তোমার পাশে আছি, এডোয়ার্ডো!’। লিগের শীর্ষে থাকা নাপোলি লিখেছে, ‘শক্ত থাকো এডোয়ার্ডো, আমরা তোমার সঙ্গে আছি!’

উল্লেখ্য, এটি এই বছরে সিরি আ-তে কোনো খেলোয়াড় মাঠে অজ্ঞান হয়ে পড়ার দ্বিতীয় ঘটনা। এর আগে রোমার ডিফেন্ডার ইভান নডিকাও এপ্রিলে উদিনেসের বিপক্ষে ম্যাচ চলাকালীন এমন ঘটনার শিকার হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কূটনৈতিকদের নিরাপত্তা নিশ্চিতে ভারত সরকার ব্যর্থ : ছাত্রদল

ভারতে সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ববিতে বিক্ষোভ মিছিল

এআইইউবি’র মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠান

ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আন্ত-বিশ্ববিদ্যালয় রিসার্চ পোস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত

আগরতলায় সহকারী হইকমিশনে হামলা, প্রতিবাদে জবিতে বিক্ষোভ

সামাজিক দায়বদ্ধতা তহবিল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

‘এখন সবাই মুক্তভাবে কথা বলতে পারছেন’

ভেড়ামারায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ

সিএমপির পাঁচ কর্মকর্তাকে বদলি

১০

‘আ.লীগের মাত্রাতিরিক্ত বাড়াবাড়ির কারণে তাদের এ শোচনীয় পরিণতি’

১১

বর্ষসেরা শব্দ ‘ব্রেন রট’: টিকটক ও রিলসের সঙ্গে কী সম্পর্ক?

১২

‘ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে’

১৩

মেহেরপুরের শহীদ আবু সাঈদ ক্লাবে হামলা-ভাঙচুর

১৪

ভারতে সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় উত্তাল ঢাবি

১৫

বাজারে বিক্রির সময় টিসিবির ৩০ বস্তা চাল জব্দ

১৬

সেন্টমার্টিনে ভেসে এলো যুবকের মরদেহ

১৭

ইসরায়েলকে ‘গণহত্যায় দায়ী বর্ণবাদী রাষ্ট্র’ ঘোষণা অক্সফোর্ড ইউনিয়নের

১৮

সব সরকারি চাকরিতে আবেদন ফি ২০০ করার দাবি

১৯

টি-টোয়েন্টি দলে সুপ্তা-সুমনা

২০
X