শনিবার রাতে বড় জয় পেয়েছিল আর্সেনাল। ওয়েস্ট হাম ইউনাইটেডকে ৫-২ গোলে হারিয়েছে তারা। ম্যাচের ৭টি গোলের সবগুলো হয়েছে প্রথমার্ধে। রোববার রাতে আর্সেনালের মতোই বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এভারটনকে তারা হারিয়েছে ৪-০ গোলে।
ওল্ড ট্র্যাফোর্ডে শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেন রেড ডেভিলরা। ৩৪ মিনিটে প্রথম গোল করেন মার্কাস র্যাশফোর্ড। ৪১ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন জসুয়া জিরকাজি। ৪৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে এগিয়ে দেন র্যাশফোর্ড। ৬৪ মিনিটে চতুর্থ গোল করেন জসুয়া। লন্ডন স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ১০ থেকে ৩৬ মিনিটের মধ্যে ৪-০ গোলে এগিয়ে যায় আর্সেনাল। গোল ৪টি করেন গাব্রিয়েল মাগালিয়াইস, লেয়ান্দ্রো ত্রোসার, মার্টিন ওডেগোর ও কাই হাভার্টজ।
আর্সেনালের কোচ মিকেল আর্তেতা বলেন, ‘আমি এই রেকর্ডের কথা জানতাম না। তবে এতেই বোঝা যায়, কতটা পাগলাটে ব্যাপার ছিল, গোলমুখে দুই দল কতটা কার্যকর ছিল। চমৎকার পারফরম্যান্সের ৩০টি মিনিট ছিল এবং এতেই পরিষ্কার হয়ে যায়, এমন দাপুটে পারফরম্যান্স দল কতটা চেয়েছিল, ভিন্ন ভিন্নভাবে তিনটি দুর্দান্ত গোল করতে যে ইচ্ছা, দৃঢ়তা ও মান আমরা দেখিয়েছি, এরপর চতুর্থটিও দুর্দান্তভাবে করেছি।’
তিনি আরও বলেন, ‘কিন্তু এরপর, তাদের কয়েকজন খেলোয়াড়ের ব্যক্তিগত মান ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, স্কোরলাইন ৪-২ হয় এবং লড়াই জমে ওঠে। মাঠে উভয়পক্ষের তাড়নার পরিবর্তন অনুভূত হয় এবং মনে ভাবনার উদয় হয়, এরপর কী? তখন পঞ্চম গোলটি করা ছিল দুর্দান্ত ব্যাপার, কারণ স্পষ্টতই সেটা সবকিছু শান্ত করে দেয়। দ্বিতীয়ার্ধে আমরা একেবারে ভিন্ন ধাঁচে খেলেছি, সেটাই আমাদের জন্য ছিল উপযুক্ত।’
মন্তব্য করুন