বার্সেলোনা ক্লাবের ১২৫ বৎসর পূর্তি উপলক্ষে শুক্রবার (২৯ নভেম্বর) গালা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সাবেক ক্লাবকে এক আবেগ ঘন পাতা পাঠিয়েছেন লিওনেল মেসি।
মেসি কেবল বার্সেলোনার ইতিহাসের সেরা নন, সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত। ক্যারিয়ারের অধিকাংশ সময় বার্সেলোনার হয়ে খেলেছেন, সমৃদ্ধ করেছেন ক্লাব এবং নিজেকে। কাতালান ক্লাবটি ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন এমএল-টেন। সেখান থেকে বর্তমানে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে খেলছেন। কিন্তু হৃদয়ের গহীনে এখনো বার্সেলোনাকে ধারণ করেন ২০২২ সালের বিশ্বকাপ জয়ী এ তারকা। প্রিয় ক্লাবের ১২৫ বছর পূর্তি উপলক্ষে সাবেক বর্তমান অনেক খেলোয়াড় উপস্থিত হচ্ছেন।
বার্সেলোনায় হাজির হওয়ার কথা ছিল লিওনেল মেসিরও। কিন্তু নিজের পরিকল্পনা থেকে সরে এসেছেন টানা দুটি কোপা আমেরিকা জয়ী আর্জেন্টাইন বর্ষীয়ান ফরোয়ার্ড। অনুষ্ঠানের যোগ দিতে না পারলেও প্রিয় ক্লাবের প্রতি আবেগ ঘন এক বার্তা পাঠিয়েছেন লিওনেল মেসি।
তিনি লিখেছেন, ‘আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই, যিনি আমাকে বার্সেলোনায় নিয়ে এসেছিলেন। আমি আমার সম্পূর্ণ জীবন এই অসাধারণ ক্লাবের সঙ্গে কাটাতে চাই। বার্সেলোনার অংশ হওয়া এবং ক্লাবের একজন ভক্ত হওয়া আমার জন্য গর্বের বিষয়। এটি বিশেষ একটি ক্লাব, যা অন্যদের চেয়ে আলাদা। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমি ক্লাবের অংশ ছিলাম।’
মন্তব্য করুন