চ্যাম্পিয়ন্স লিগে এক নজিরবিহীন লজ্জার রেকর্ড গড়ল ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ডাচ দল ফেয়েনুর্ডের বিপক্ষে দুর্দান্ত শুরুর পর ৩-০ লিড ধরে রাখতে ব্যর্থ হয়ে শেষ ১৫ মিনিটে তিনটি গোল হজম করে ড্রতে বাধ্য হয় পেপ গার্দিওলার দল। এ ফলাফল শুধু ম্যাচটির নয়, বরং গোটা দলের সাম্প্রতিক পারফরম্যান্সের অবনতির দৃষ্টান্ত।
ম্যাচের ঘটনাবলী
৫ ম্যাচ ধরে জয়হীন থাকা ম্যানসিটি চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে জয়ের জন্য প্রস্তুত ছিল। আর্লিং হলান্ডের জোড়া গোল এবং ইল্কায় গুন্দোয়ানের অনবদ্য ফিনিশ তাদের ৩-০ লিড এনে দেয়। ৭৫তম মিনিট পর্যন্ত ম্যাচ ছিল সম্পূর্ণরূপে তাদের নিয়ন্ত্রণে।
কিন্তু এরপর ঘটে অভাবনীয় বিপর্যয়। আনিস হাজ মুসা ম্যাচের ৭৬তম মিনিটে ফেয়েনুর্ডের হয়ে প্রথম গোলটি করেন। এর পরের মিনিটগুলোতে ম্যানসিটির রক্ষণ যেন ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। সান্তিয়াগো গিমেনেজ ৮৩তম মিনিটে ব্যবধান ৩-২ করেন। আর ৮৯তম মিনিটে ডেভিড হানকো চূড়ান্ত গোলটি করে নাটকীয়ভাবে ম্যাচ ড্র করেন।
চ্যাম্পিয়ন্স লিগে নজিরবিহীন রেকর্ড
এই ম্যাচের ফলে ম্যানসিটি ইউসিএলে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এই প্রথম কোনো দল ৭৫তম মিনিট পর্যন্ত ৩-০ লিড থাকা সত্ত্বেও ম্যাচ জিততে ব্যর্থ হয়েছে।
পাশাপাশি, এই ড্রয়ের কারণে ম্যানসিটি এখন টানা ছয়টি ম্যাচে অন্তত দুটি গোল হজম করেছে। এটি ক্লাবের জন্য আরও একটি হতাশাজনক রেকর্ড। এর আগে এমন ঘটনা ঘটেছিল ১৯৬৩ সালে, যখন দলটি তাদের বাজে পারফরম্যান্সের কারণে শীর্ষ লিগ থেকে অবনমিত হয়েছিল।
পরিস্থিতির গুরুত্ব
ম্যানসিটির বর্তমান ফর্ম তাদের ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। গার্দিওলার দল এরই মধ্যে টানা পাঁচটি ম্যাচ হেরেছে। মঙ্গলবারের ড্র সেই হারের ধারার সমাপ্তি ঘটালেও, এটি দলটির জন্য আরও বড় হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।
শুধু মাঠের পারফরম্যান্সই নয়, ম্যানসিটি এখন ১১৫টি আর্থিক আইন লঙ্ঘনের অভিযোগে তদন্তের মুখোমুখি। যদি তারা দোষী প্রমাণিত হয়, তবে শীর্ষ লিগে তাদের অবস্থান ঝুঁকিতে পড়তে পারে।
পরবর্তী চ্যালেঞ্জ
ম্যানসিটির সামনে এখন আরও কঠিন পরীক্ষা। রোববার প্রিমিয়ার লিগের শীর্ষস্থানীয় দল লিভারপুলের বিপক্ষে তাদের মুখোমুখি হতে হবে। বর্তমানে শীর্ষে থাকা লিভারপুলের থেকে তারা ৮ পয়েন্ট পিছিয়ে আছে। সেই ব্যবধান ১১ পয়েন্টে গিয়ে পৌঁছলে তাদের শিরোপা ধরে রাখার স্বপ্ন প্রায় শেষ হয়ে যাবে।
সমর্থকদের প্রতিক্রিয়া
সিটির সমর্থকদের মধ্যে হতাশা তীব্রভাবে অনুভূত হচ্ছে। অনেকেই মনে করছেন, বর্তমান দলের আত্মবিশ্বাস ও মানসিকতার ঘাটতি এই পতনের অন্যতম কারণ। অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগে এমন নজিরবিহীন পতন পেপ গার্দিওলার ক্যারিয়ারকেও প্রশ্নবিদ্ধ করেছে।
ম্যানসিটি কি এই দুঃস্বপ্ন কাটিয়ে আবার ঘুরে দাঁড়াতে পারবে? নাকি তারা আরও গভীর সংকটে পড়বে? রোববারের লিভারপুল ম্যাচ সেই উত্তর নিয়ে আসতে পারে।
75 - Manchester City are the first team in UEFA Champions League history to be leading a match by three goals as late as the 75th minute and fail to go on to win. Unbelievable. pic.twitter.com/QFkxrMUEbN
— OptaJoe (@OptaJoe) November 26, 2024
মন্তব্য করুন