শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় সংবর্ধিত সাবিনারা

সাতক্ষীরা জেলা প্রশাসনের অনুষ্ঠানে সাবিনা, মাসুরা ও আফিদা। ছবি : কালবেলা
সাতক্ষীরা জেলা প্রশাসনের অনুষ্ঠানে সাবিনা, মাসুরা ও আফিদা। ছবি : কালবেলা

নারী জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন এবং তার দুই সতীর্থ মাসুরা পারভিন ও আফিদা খন্দকারকে সংবর্ধনা দিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন।

জাতীয় দলের গুরুত্বপূর্ণ তিন ফুটবলারকে পুরস্কার হিসেবে ১ লাখ টাকা করে প্রদান করা হয়েছে। আফিদা খন্দকার ও মাসুরা পারভিন জাতীয় দলের রক্ষণে খেলেন। সাবিনা খাতুন মূলত ফরোয়ার্ড। কিন্তু সাম্প্রতিক সময়ে মাঝমাঠে খেলতে দেখা যাচ্ছে অভিজ্ঞ এ ফুটবলারকে।

২০২২ সালে সাবিনা খাতুনের নেতৃত্বে প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে বাংলাদেশ। সম্প্রতি সেই নেপালেই শিরোপা ধরে রাখে লাল-সবুজরা। এ যাত্রায়ও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সাতক্ষীরার মেয়ে সাবিনা খাতুন। সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়া কার্যক্রম নিয়ে আক্ষেপ ঝরল সাবিনা খাতুনের কণ্ঠে।

‘কেবল ফুটবল নয়, বিভিন্ন খেলায় সাতক্ষীরার ছেলেমেয়েরা নেতৃত্ব দিচ্ছেন। আমার ১৫ বছরের অভিজ্ঞতায় সাতক্ষীরায় বড় ধরনের প্রতিযোগিতা আয়োজন হতে দেখিনি। এটা অত্যন্ত দুঃখজনক। পরবর্তী প্রজন্ম থেকে ক্রীড়াবিদ তুলে আনার কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না’—অনুষ্ঠানে বলছিলেন সাবিনা খাতুন।

কেবল সাবিনারা নন, মোস্তাফিজুর রহমানের উঠে আসা এ জেলা থেকে। ফুটবল-ক্রিকেটের বাইরে অন্যান্য ক্রীড়া ডিসিপ্লিনেও দাপটের সঙ্গে বিচরণ করছেন এ জেলা থেকে উঠে আসা ক্রীড়াবিদরা।

সে ধারাবাহিকতা যাতে বজায় থাকে, স্থানীয়দের সে আহ্বান জানালেন নারী জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন, ‘আমরা চাই সাতক্ষীরায় ভালোমানের ক্রীড়াবিদ উঠে আসুক। এজন্য জেলা প্রশাসনের কাছে আহ্বান জানাব, ফুটবলের পাশাপাশি যেন অন্যান্য খেলাকে প্রাধান্য দিয়ে সঠিক পরিচর্যা করা হয়।’

সংবর্ধনা অনুষ্ঠানে মাসুরা পারভিন বলেন, ‘আমাদের কাজ মাঠে খেলা, এ কারণে মাইক্রোফোনে কথা বলায় অভ্যস্ত নই। খেলাই আমার জীবনের সব। খেলাকে ভালোবেসেই আজ আমরা এখানে এসেছি। আপনাদের সমর্থন অনুপ্রেরণা দেয়। আমি চাই পরবর্তী প্রজন্মও অনুপ্রাণিত হোক।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, ‘এই তিন মেয়ে শুধু সাতক্ষীরার নয়, পুরো বাংলাদেশের গর্ব। তাদের সাফল্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম, ফুটবল কোচ ও আফিদার বাবা প্রিন্স খন্দকার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দু’দিনের ব্যবধানেই বাড়ল সোনার দাম

শাবিতে ‘গণহত্যায় অর্জিত স্বাধীনতা’ শীর্ষক দু’দিনব্যাপী চিত্রপ্রদর্শনী শুরু

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে চিন্তাধারায় বৈচিত্র্য আনতে হবে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কমিটি ঘোষণা

থানা হবে নগরবাসীর সার্ভিস সেন্টার : নবনিযুক্ত ডিএমপি কমিশনার

‘খালেদা জিয়াকে ১২ বছর সেনাবাহিনী থেকে দূরে রাখা হয়েছিল’

কুয়াকাটায় ৩২৩ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ শিক্ষার্থীদের

বাংলাদেশ-ভারত বৈঠক ডিসেম্বরে, হতে পারে হাসিনার প্রত্যর্পণের আলোচনা

এবার পাবিপ্রবিতে চোর সন্দেহে আটক যুবক

পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচল শুরু ২ ডিসেম্বর

১০

সুষ্ঠু নির্বাচনের জন্য যা প্রয়োজন, তা করা হবে : সিইসি

১১

পুতিনকে ইউরোপীয় ইউনিয়নের কড়া বার্তা

১২

ব্রেক ফেল হওয়ায় প্ল্যাটফর্মের ২ কিমি দূরে থামলো ট্রেন

১৩

যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

১৪

সেনাকুঞ্জে খালেদা জিয়ার উপস্থিতি নিয়ে রাষ্ট্রদূত আনসারীর ফেসবুক পোস্ট

১৫

গতির পার্থে লড়াইয়ের জোশ

১৬

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে জাসদ ছাত্রলীগ নেতাকে বেধড়ক মারধর

১৭

টেনিসে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

১৮

ঋণ আদায়ে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি

১৯

সাতক্ষীরায় সংবর্ধিত সাবিনারা

২০
X