স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মেসি-আর্জেন্টিনার পক্ষে ছিল রেফারি, অভিযোগ পেরু তারকার

আর্জেন্টিনা ফুটবল দল । ছবি : সংগৃহীত
আর্জেন্টিনা ফুটবল দল । ছবি : সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনা পেরুকে ১-০ গোলে হারালেও, ম্যাচের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছেন পেরুর অভিজ্ঞ তারকা পাওলো গুয়েরো। ম্যাচে লাউতারো মার্তিনেজের একমাত্র গোলটি আসে লিওনেল মেসির দুর্দান্ত এক অ্যাসিস্ট থেকে। তবে পেরুর এই অভিজ্ঞ তারকার মতে, মাঠে আর্জেন্টিনাকে অতিরিক্ত সুবিধা দিয়েছেন রেফারি।

ম্যাচের পরে পাওলো গুয়েরো সাংবাদিকদের বলেন, ‘রেফারি যখন খেলার উপর প্রভাব ফেলে, তখন এটি খুবই কঠিন হয়ে যায়। তারা আমাদের ওপর চাপ দিচ্ছিল, কিন্তু রেফারি আমাদের জন্য কোনো ফাউল দেননি। আপনি মেসিকে সামান্য ছুঁলেই ফাউল দেওয়া হয়। আপনারা (সাংবাদিক) কি এসব বিশ্লেষণ করেন নাকি পাত্তাই দেন না?’

তিনি আরও যোগ করেন, ‘তাদের যেকোনো ছোট্ট স্পর্শেই ফাউল দেওয়া হচ্ছিল। আমাদের ক্ষেত্রে কিছুই দেওয়া হয়নি। এটি মানসিকভাবে প্রভাব ফেলে এবং পরিস্থিতি জটিল করে তোলে। তাদের প্রায় সব ফাউলই সেট-পিস থেকে ছিল।’

তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে বিতর্ক

ম্যাচটি ছিল তীব্র লড়াইয়ে ভরা, যেখানে খেলোয়াড়দের মধ্যে বেশ কয়েকবার উত্তেজনা দেখা যায়। পেরুর কার্লোস জামব্রানো, যিনি আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের ওপর একটি শক্ত ট্যাকলের জন্য হলুদ কার্ড পান, তার বিরুদ্ধে আর্জেন্টিনার খেলোয়াড়রা লাল কার্ডের দাবি জানিয়েছিল। তবে রেফারি উইলমার রোলদান ঘটনাটি ততটা গুরুতর মনে করেননি। এছাড়াও মিগেল আরাউজো এবং জিয়ানলুকা লাপাদুলা হলুদ কার্ড দেখেন।

ম্যাচ চলাকালীন জামব্রানোর সঙ্গে মেসির একটি বাক-বিতণ্ডা হয়। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, মেসি জামব্রানোকে উদ্দেশ্য করে বলেন, ‘তুমি কী করছো, পাগল?’ এদিকে, রদ্রিগো ডি পল এবং লুইস আদভিনকুলার মধ্যেও তীব্র উত্তেজনার মুহূর্ত দেখা গেছে।

শীর্ষস্থানে আর্জেন্টিনা

এই জয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের কনমেবল অঞ্চলের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। বর্তমানে তাদের পয়েন্ট ২৫, যা দ্বিতীয় স্থানে থাকা দলের তুলনায় অনেকটাই এগিয়ে।

এখন বাছাইপর্বে ছয়টি ম্যাচ বাকি। সম্ভাব্য ১৮ পয়েন্টের মধ্যে আর্জেন্টিনা যদি উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে মার্চে জয় পায়, তবে অন্য দলের ফলাফলের ওপর নির্ভর না করেই তারা বিশ্বকাপে নিজেদের স্থান নিশ্চিত করতে পারে।

লিওনেল স্কালোনির দল এরই মধ্যে কনমেবল অঞ্চলের সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে ম্যাচ শেষে পেরুর অভিযোগ এবং মাঠের উত্তেজনা বাছাইপর্বে নতুন মাত্রা যোগ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেহান-পলিনের ‘টুকরো চোখ’

পোপ ফ্রান্সিস আর নেই

হঠাৎ গাজা উপত্যকায় ইসরায়েলি নাগরিকদের প্রবেশের চেষ্টা

মাস্ক-হেলমেট পরে সোনারগাঁয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

নাসুমকে হাথুরুর থাপ্পড় দেওয়া নিয়ে যা বললেন হেরাথ-পোথাস

আল-আকসা ভেঙে থার্ড টেম্পল নির্মাণের প্রচারণায় ইসরায়েল

তিন পুলিশ সুপার বদলি

সন্তান না হওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

এ কোন সাদিয়া আয়মান, ভাইরাল ছবির নেপথ্যে কে?

চানখারপুলে গণহত্যা / সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল 

১০

নারীবিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট পুনর্গঠনের দাবি এবি পার্টির

১১

নতুন রেকর্ড গড়ার পথে শাকিবের ‘বরবাদ’ (ভিডিও)

১২

খাগড়াছড়িতে ইউপিডিএফের আস্তানার সন্ধান, মিলল সামরিক ইউনিফর্ম

১৩

বজ্রপাতে প্রাণ গেল বিএনপি নেতার

১৪

দরিদ্র শামছুল হকের মেয়ের বিয়ে সম্পন্ন, সার্বিক সহযোগিতায় তারেক রহমান

১৫

দিনাজপুরে ছাত্র আন্দোলনে হামলা, আ.লীগ-যুবলীগ নেতা গ্রেপ্তার

১৬

লাইফ সাপোর্টে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, দোয়া চাইলেন জামায়াত আমির

১৭

সিলেটে রানা-ঝড়ে ম্যাচে ফিরেছে বাংলাদেশ

১৮

নিউইয়র্কে বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ারের দ্বিতীয় দিনে উপচেপড়া ভিড়

১৯

বাংলাদেশি পাবজি গেমারদের জন্য বড় সুখবর

২০
X