উয়েফা নেশনস লিগে গ্রিসের বিপক্ষে সহজ জয় পেয়েছে ইংল্যান্ড। ৩-০ গোলে জিতেছে তারা। বেলজিয়ামকে ১-০ গোলে পরাজিত করেছে ইতালি। তবে বিস্ময়কর ব্যাপার হলো, ইসরায়েলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ফ্রান্স।
গ্রিসের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে ছিলেন না অধিনায়ক হ্যারি কেন। ইংল্যান্ড কোচ লি কার্সলি ম্যাচ শেষে বলেন, ‘সে একাদশে জায়গা না পাওয়ার পরও শান্তই আছে। এটা ঠিক যে, সব সেরা খেলোয়াড়ের মতো সেও সব ম্যাচ খেলতে চায়। কিন্তু আমার মনে হয়, সে বুঝতে পেরেছে, আজ রাতে আমাদের যে ধরনের অভিজ্ঞতা হলো, অন্য খেলোয়াড়দেরও সেই অভিজ্ঞতা পাওয়া জরুরি। দলের বাকি খেলোয়াড়দের জন্য সে দারুণ এক উদাহরণ। আশা করছি, রোববার সে শুরুর একাদশে থাকবে এবং ভালো খেলবে।’
ম্যাচের সপ্তম মিনিটেই ইংল্যান্ডকে এগিয়ে নেন অলি ওয়াটকিন্স। শেষদিকে কার্টিস জোন্স একটি গোল করেন। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ইংলিশরা জেতে ৩-০ গোলে।
দলীয় কোন্দলের প্রভাব পড়েছে ফ্রান্সের খেলায়। ইসরায়েলের মতো ছোট দলের বিপক্ষেও গোল করতে ব্যর্থ হয়েছে তারা। ফরাসি কোচ দিদিয়ের দেশম দলে রাখেননি কিলিয়ান এমবাপ্পেকে।
ম্যাচ ড্রয়ের পর ফরাসি কোচ বলেন, ‘এটা ঠিক যে, সে কঠিন সময় পার করছে। অবশ্যই সে এমন একটা সময়ের মধ্যদিয়ে যাচ্ছে, যেটা সুখের সময় নয়।’
দেশম আরও বলেন, ‘সে আসতে চেয়েছিল। আমার মনে হয়েছে, এ মুহূর্তে তার দলে না থাকাটাই ভালো। সবাই কঠিন সময়ের মধ্যদিয়ে যেতে পারে। বর্তমানে তার ফর্মহীনতার পেছনে শারীরিক ও মানসিক সমস্যা আছে।’
মন্তব্য করুন