ক্রীড়া প্রতিবিদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

জামালের পরিবর্তে অধিনায়ক তপু

তপু বর্মন। ছবি : সংগৃহীত
তপু বর্মন। ছবি : সংগৃহীত

একাদশে অনিয়মিত হলেও এতোদিন অফিসিয়ালি জাতীয় দলের অধিনায়ক ছিলেন জামাল ভূঁইয়া। লাল-সবুজ জর্সিতে জামাল ভূঁইয়ার অধিনায়কত্ব শেষ হল। মালদ্বীপের বিপক্ষে ম্যাচে অফিসিয়ালি অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তপু বর্মণ।

দ্বীপ দেশটির বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশের গোলবারের নিচে আছেন মিতুল মারমা। রক্ষনে অধিনায়ক তপু বর্মনের পাশে শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন এবং ঈসা ফয়সাল। মাঝমাঠে মোহাম্মদ হৃদয়ের সঙ্গে দায়িত্ব সামলাবেন সোহেল রানা এবং সৈয়দ কাজেম শাহ কিরমানী। আক্রমণভাগে শেখ মোরসালিনের সঙ্গী হিসেবে থাকবেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

বসুন্ধরা কিংস অ্যারেনায় বুধবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধা ৬টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর। সর্বশেষ দুই হোম ম্যাচে গোল করতে ব্যর্থ বাংলাদেশ আক্রমণাত্মক ফুটবলের ছক কষছে।

দুই দলের ১৮ মোকাবিলায় জয়ের পাল্লা বাংলাদেশের দিকে ঝুকে আছে—৭ ম্যাচ জিতেছে লাল-সবুজরা। মালদ্বীপ জিতেছে ৬ ম্যাচ। বাকি ৫ ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে। দুই দলের সর্বশেষ মোকাবিলা হয়েছিল ২০২৩ সালের অক্টোবরে। বিশ্বকাপ প্রাক-বাছাইয়ে বাংলাদেশ জিতেছিল ২-১ গোলে। সর্বশেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যান বিবেচনায় নিলে বাংলাদেশের তুলনায় মালদ্বীপের ফল ইতিবাচক। শেষ পাঁচ ম্যাচের চারটি হেরেছে বাংলাদেশ, একমাত্র জয় ভুটানের বিপক্ষে। শেষ পাঁচ ম্যাচে মালদ্বীপের তিন হারের দুটিই বাংলাদেশের কাছে। একমাত্র জয় ভুটানের বিপক্ষে, আরেক ম্যাচে বাংলাদেশের সঙ্গে ড্র করেছিল দেশটি। ম্যাচের আগে বাংলাদেশের কোচ হাভিয়ের ক্যাবরেরা বলছিলেন, ‘আমি চাই, ছেলেরা সমর্থকদের জন্য খেলুক, দায়িত্ব নিয়ে খেলুক এবং ম্যাচ বাই ম্যাচ ভালো পারফরম্যান্স করুক।’ স্প্যানিশ এ কোচ আরও বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। আমরা শুরুতে কয়েকজন নিয়ে অনুশীলন শুরু করেছি, পরে বসুন্ধরা কিংসের খেলোয়াড়েরা যোগ দিয়েছেন। ফরটিজ এফসির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছি, যেটা ছিল ইতিবাচক ব্যাপার।’

বাংলাদেশের একাদশ: মিতুল মারমা (গোলকিপার), তপু বর্মন, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, ঈসা ফয়সাল, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, সৈয়দ কাজেম শাহ কিরমানী, শেখ মোরসালিন, রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেনের তেলবন্দরে মার্কিন বিমান হামলায় নিহত ৩০

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে সড়কে ঝরল ৪ প্রাণ

১8 এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

তালেবান আর সন্ত্রাসী গোষ্ঠী নয়, রায় দিল রাশিয়া

টাইম ম্যাগাজিনে হিলারি ক্লিনটনের মুখবন্ধ / ড. ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন

১৮ এপ্রিল : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে ধরিয়ে দিল বিএনপি নেতাকর্মীরা

চবির অপহৃত ৫ শিক্ষার্থীর অবস্থান শনাক্ত

দুপুরের মধ্যে তিন বিভাগে তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির পূর্বাভাস 

আরও ৩২ মৃত্যু / প্রজন্মের সবচেয়ে বড় মানবিক ব্যর্থতার নাম গাজা

১০

আপত্তিকর ব্যানার নিয়ে উদ্বেগ-নিন্দা সিইউজের

১১

ডিএনসিসির গণশুনানিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হট্টগোল, ধাক্কাধাক্কি

১২

আমরা ফের রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে : নুরুল হক নুর

১৩

দেড় যুগ পর দেশে ফিরলেন জিয়া পরিষদ নেতা জলিল খান

১৪

জুলাই রেভ্যুলুশনারি এলায়েন্সের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা

১৫

কালবেলার নামে সালাউদ্দিন আহমেদকে নিয়ে ভুয়া কার্ড প্রচার

১৬

জহিরের শাস্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

১৭

টেস্ট ছাপিয়ে আলোচনায় ফ্র্যাঞ্চাইজি লিগ

১৮

গাজাবাসীর সহায়তায় ১২ লাখ টাকা অনুদান দিলেন চসিক মেয়র

১৯

নড়াইলে সৌদি প্রবাসী হত্যা, হামলা-ভাঙচুরের পর পুরুষশূন্য গ্রাম

২০
X