মালদ্বীপের ফুটবল এসোসিয়েশনে সমস্যা চলছে। এর প্রভাব পড়েছে ঘরে-বাইরের কার্যক্রমেও। প্রায় এক বছর পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে ঢাকা এসেছে মালদ্বীপ। সকল সমস্যাকে পেছনে ঠেলে দুই প্রীতি ম্যাচেই জিততে চান দলটির কোচ আলী সুজেইন।
সোমবার (১১ নভেম্বর) দুপুরের আগে ঢাকায় পা রাখেন মালদ্বীপ দলের সদস্যরা। ১৩ ও ১৬ নভেম্বর দুটি ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশের মোকাবিলা করবে দ্বীপ দেশটি।
মালদ্বীপকে উড়িয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশই। উদ্দেশ্য এশিয়ান কাপ বাছাইয়ের ড্র’র আগে র্যাংকিং বাড়িয়ে নেওয়া। র্যাংকিংয়ে উন্নতি করতে পারলে ড্রতে সমমানের দল পাওয়া যাবে। এ কারণে মালদ্বীপকে উড়িয়ে আনা হয়েছে।
ঢাকায় পৌঁছে নানা সমস্যার কথা বললেও জয়ের বিষয়ে আশাবাদী মালদ্বীপ কোচ আলী সুজেইল। কোচের কথায়, ‘সকলে জানেন আমাদের কিছু সমস্যা আছে। এজন্য আমরা দীর্ঘ বিরতির মধ্যেদিয়ে গিয়েছি। সম্প্রতি আমাদের দেশের ক্লাব মাজিয়া এএফসি আসরে অংশ নিয়েছে। সে দলের অধিকাংশ খেলোয়াড় নিয়ে আমরা ঢাকার মাঠে নামব।’
মালদ্বীপের ঘরোয়া কার্যক্রম বন্ধ। এ অবস্থার মাঝে এএফসির প্রতিযোগিতায় খেলেছে ক্লাবটি। এটাই ঢাকায় অতিথি দলের ইতিবাচক দিক। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে নিজ দল নিয়েই ভাবছেন আলী সুজেইন। এ সম্পর্কে ৫৫ বছর বয়সী এ কোচ বলছিলেন, ‘আমরা খুব বেশি দিন অনুশীলনের সুযোগ পাইনি। তারপরও দুটি ম্যাচেই জয় চাই। যে পরিস্থিতি কাটিয়ে আমরা মাঠে ফিরছি, তার জন্য জয়টা বেশি দরকার।’
মন্তব্য করুন