স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১১:২০ এএম
অনলাইন সংস্করণ

নজিরবিহীন ব্যর্থতার সামনে গার্দিওলার সিটি

পেপ গার্দিওলা । ছবি : সংগৃহীত
পেপ গার্দিওলা । ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বর্তমানে তার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বাজে পরিসংখ্যানের মুখোমুখি। শনিবার (৯ নভেম্বর) ব্রাইটনের বিপক্ষে ২-১ গোলে হারার পর ইংলিশ চ্যাম্পিয়নদের চার ম্যাচে টানা হারের অনাকাঙ্খিত রেকর্ড হয়েছে। যার ফলে লিগের শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে সিটি এখন পাঁচ পয়েন্ট পিছিয়ে পড়েছে।

২০০৬ সালের পর থেকে এই প্রথমবারের মতো সব প্রতিযোগিতায় সিটি চার ম্যাচে টানা হেরেছে। সিটি সর্বশেষ যখন চার ম্যটচ টানা হারে তখন সিটির মালিকানায় আবুধাবি গ্রুপ ছিল না একই সাথে গার্দিওলার ম্যানচেস্টারে পা রাখার ১০ বছর আগে এমন হারের রেকর্ড গড়ে ছিল দলটি।

পেপ গার্দিওলা, যাকে বিশ্বের অন্যতম সেরা কোচ হিসেবে বিবেচনা করা হয়, তার কোচিং ক্যারিয়ারে এর আগে কখনো টানা চারটি ম্যাচে হারেননি। ২০১৪-১৫ মৌসুমে বায়ার্ন মিউনিখে থাকাকালীন তার দল একটি পেনাল্টি শুটআউটে হেরে যাওয়ার পর টানা তিনটি পরাজয় দেখেছিল। তবে এটি ছিলো লিগ এবং চ্যাম্পিয়নস লিগের ম্যাচ, যেখানে লিগ শিরোপা বায়ার্ন আগেই নিশ্চিত করেছিল।

এই হারের পর গার্দিওলাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এটি কি সিটির জয়জয়কার যুগের অবসান হতে চলেছে, বিশেষ করে টানা চারটি লিগ শিরোপা জেতার পর? উত্তরে গার্দিওলা বলেন, "এটাই তো মানুষ চায়, তাই না? আমরা অনেক কিছু জিতেছি। তবে আমি শুধু চাই পুরো দলকে একত্রিত করতে।"

তারকাসমৃদ্ধ মিডফিল্ডের খেলোয়াড় এবং এ বছরের ব্যালন ডি'অর বিজয়ী রদ্রি এই মৌসুমে একটি এসিএল ইনজুরিতে ভুগছেন, যার ফলে তিনি মাঠের বাইরে রয়েছেন। তাছাড়া রুবেন দিয়াস, জন স্টোনস, ম্যানুয়েল আকাঞ্জি এবং নাথান আকেসহ সিটির চার শীর্ষ ডিফেন্ডার অনুপস্থিত। কেভিন ডি ব্রুইনেও ইনজুরির পরে পুরোপুরি ফিট নন।

গার্দিওলা বলেন, ‘যখন আমরা খারাপ খেলি, আমি সবার আগে নিজেই সমালোচনা করি। কিন্তু এইবার আমার সেই অনুভূতি নেই।’ প্রথমার্ধে সিটি বেশ প্রভাবশালী ছিল এবং আর্লিং হলান্ড তার লিগের ১২তম গোলটি করে দলকে এগিয়ে দেন।

কিন্তু দ্বিতীয়ার্ধে সিটির খেলার গতি ধরে রাখতে না পারা এবং ব্রাইটনের পাল্টা আক্রমণে ম্যাচের মোড় ঘুরে যায়। জোয়াও পেদ্রো ৭৮তম মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরান এবং ৮৩তম মিনিটে প্রিমিয়ার লিগে অভিষেক করা ম্যাট ও'রাইলিকে গোলের পাস দিয়ে ব্রাইটনকে জয় এনে দেন।

টটেনহামের বিপক্ষে ক্যারাবাও কাপের হারে শুরু হওয়া সিটির এই ধসের পরের পরাজয় ছিল বোর্নমাউথের বিপক্ষে ২-১ গোলে, যা ছিল লিগে তাদের গত ১১ মাসে প্রথম হার।

গার্দিওলার মতে, সমস্যার মূল কারণ ইনজুরিতে জর্জরিত দল। তিনি বলেন, ‘আমরা প্রতিদিন এই পরিস্থিতির সাথে লড়াই চালিয়ে যেতে পারি না। আমাদের প্রয়োজন সেরা খেলোয়াড়দের ফেরা।’

ক্যাপ্টেন কাইল ওয়াকার সরাসরি বলেন, সিটির এই খারাপ অবস্থার পরিবর্তনের দায় খেলোয়াড়দেরই নিতে হবে। ‘এটা আমাদের সবার দায়িত্ব এই ক্লাবের জন্য লড়াই চালিয়ে যাওয়ার। সবাই চায় যত দ্রুত সম্ভব এই অবস্থা বদলানো,’ তিনি স্কাই স্পোর্টসকে জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁচামালের সংকট দেখিয়ে টেক্সটাইল কারখানায় শ্রমিক ছাঁটাই

রংপুরে মাটি লুটের মহোৎসব ঝুঁকিতে কালুরঘাট সেতু

জাকের বীরত্বে ক্যারিবীয়দের চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক দৃঢ় হচ্ছে : ডা. এম জেড জাহিদ

কৃষকের ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

সূর্যের আলো থেকে শত কোটি টাকা আয় চীন-পাকিস্তানের!

জনগণের প্রত‍্যাশা অনুযায়ী ক্রীড়াঙ্গন গড়ে তোলা হবে : আমিনুল হক 

আলো ফিরে পেতে চান গুলিবিদ্ধ নাহিদ

১০ হাজার ৫০ পিস ইয়াবাসহ মূল হোতা গ্রেপ্তার

দুই বন্ধুর মাছের বারবিকিউ, মাসে বিক্রি ৬ লাখ টাকা

১০

ফেনীতে জামায়াতের সহযোগিতায় নতুন ঘর পেলেন সুধীর রঞ্জন মজুমদার

১১

বিপিএলের থিম সংয়ে অবদান রেখেছেন ড. ইউনুসও

১২

কেপি শর্মা অলির বেইজিং সফর কী বার্তা দিচ্ছে?

১৩

জবির ছাত্র ঐক্যের মঞ্চে থাকবেন হাসনাত-রাকিব-মঞ্জুরসহ ১২ সংগঠনের নেতা

১৪

পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

১৫

‘স্বৈরাচারের দোসররা দেশ নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত’

১৬

আইসিবির ৩ হাজার কোটি টাকার ঋণে সুদের হার নামল ৪ শতাংশে

১৭

বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হেনেছে ভারত : খেলাফত মজলিস

১৮

ক্রীড়াঙ্গনে হট্টগোল, ব্লেম-গেম চলছেই!

১৯

আবারও সাজেক ভ্রমণে ‘মানা’

২০
X