রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়ুস জুনিয়র ব্যালন ডি'অর না জেতায় ফুটবল দুনিয়ায় রীতিমতো বিতর্কের ঝড় বয়ে যায়। ভিনিকে হারিয়ে রদ্রি জেতার পর বিষ্মিত ফুটবল বিশ্ব অপেক্ষায় ছিল ভোটের ব্যবধান জানার জন্য। অবশেষে সেই ভোটের ব্যবধান প্রকাশের পর বিতর্ক আরো মাথাচাড়া দিয়েছে। এবার সেই জেড়ে এক সাংবাদিক ব্যালন ডি’অরের বিচারক পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
ভিনিসিয়ুসকে শীর্ষ ১০ তালিকার বাইরে রাখার জন্য সম্প্রতি অনুষ্ঠিত ব্যালন ডি'অর অনুষ্ঠানে ফিনল্যান্ডের সাংবাদিক জুহা কানেরভা এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ব্যালন ডি'অরের জুরি সদস্য হিসেবে পদত্যাগের ঘোষণা দেন।
ব্যালন ডি'অর পুরস্কারের জন্য প্রতি বছর সাংবাদিকদের ভোটের মাধ্যমে সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়। এ বছর ম্যানচেস্টার সিটির রদ্রি পুরস্কার জিতলেও ভিনিসিয়ুস জুনিয়র ছিলেন দ্বিতীয় স্থানে। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় অনেকেই আশা করছিলেন, ভিনিসিয়ুসই হয়তো পুরস্কারটি জিতবেন।
কিন্তু ব্যালন ডি'অরের ভোটিং তালিকায় বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত দেখা যায়, যেখানে কিছু সাংবাদিক ভিনিসিয়ুসকে টপ ১০ খেলোয়াড়ের তালিকা থেকে বাদ দেন। এই সাংবাদিকদের মধ্যে অন্যতম ছিলেন ফিনিশ সাংবাদিক জুহা কানেরভা। তিনি এক টুইট বার্তায় স্বীকার করেন যে, এটি তার প্রযুক্তিগত ভুল ছিল এবং এর দায় নিয়ে তিনি ব্যালন ডি'অর জুরি থেকে পদত্যাগ করছেন।
কানেরভা এক্সে উল্লেখ করেন, “আমার প্রযুক্তিগত ভুল। আমি ব্যালন ডি'অর জুরি থেকে পদত্যাগ করছি।”
এছাড়াও আরও দু’জন সাংবাদিক, ব্রুনো পোরজেও এবং শেফেনি নিকোডেমাসও ভিনিসিয়ুসকে তাদের তালিকায় অন্তর্ভুক্ত করেননি, যা নিয়ে তারা বিতর্কের মুখে পড়েছেন।
ব্যালন ডি'অর অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদের বয়কটের কারণে উপস্থিত ছিলেন না ভিনিসিয়ুস। তবে এই ঘটনাটি তার ফর্মে প্রভাব ফেলতে পারেনি। গত চার ম্যাচে ছয়টি গোল করে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। শনিবার ওসাসুনার বিপক্ষে ম্যাচেও হ্যাটট্রিক করেন ভিনি।
ভিনিসিয়ুস জুনিয়রের মত বিশ্বসেরা খেলোয়াড়কে টপ ১০ থেকে বাদ দেওয়ায় সাংবাদিকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তার প্রশংসনীয় পারফরম্যান্স সত্ত্বেও এমন ভুল হওয়ায় রিয়াল মাদ্রিদ ভক্তদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।
My technical error. I will resign from the Ballon d'Or jury.— Juha Kanerva (@KanervaJP) November 9, 2024
মন্তব্য করুন