আচমকা বিপদ আর কাকে বলে। নৌকার দড়িতে চটি আটকে হাঙর-কুমিরের মুখে পড়তে যাচ্ছিলেন কিংবদন্তি ইয়ান বোথাম। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মার্ভ হিউজ তাকে বাঁচিয়েছেন।
নৌকায় অস্ট্রেলিয়ার মোয়েল নদীতে মাছ ধরতে বেরিয়েছিলেন বোথাম আর হিউজ। মোয়েল নদীতে কুমির আর হাঙর ছিল। অসাবধানতাবশত সেই নদীতে পড়ে গিয়েছিলেন ইংরেজ ক্রিকেটার। বন্ধু মার্ভ হিউজ তাকে বাঁচিয়েছেন। সারা গায়ে কেটে-ছিঁড়ে যাওয়ার ছবি পোস্ট করেছেন বোথাম। দুর্ঘটনা নিয়ে পরে তিনি বলেন, ‘কুমিরের পেটে যাওয়া থেকে বেঁচেছি। যত তাড়াতাড়ি পানিতে পড়েছি, তার থেকেও বেশি তাড়াতাড়ি উঠে এসেছি। পানির তলায় কয়েক জোড়া চোখ হয়তো আমাকে দেখেছে, তবে তারা কিছু বুঝে ওঠার আগেই আমি উঠে পড়েছিলাম। এখন আমি ঠিক আছি।’
বোথাম আরও বলেন, ‘গলফ বা শুটিংয়ের থেকে মাছ ধরতে আমি বেশি ভালোবাসি। নদীর একটা ব্যাপার আছে। তবে লন্ডনে তেমন মাছ ধরার সুযোগ নেই। লন্ডন শুধু খাওয়া-দাওয়ার জন্য ঠিক আছে, আমি কান্ট্রিসাইডেই থাকতে ভালোবাসি।’
মন্তব্য করুন