সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের। একে তো পিএসজি ছেড়ে স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যেয়ে প্রত্যাশা মাফিক পারফর্ম করতে পারছেন না সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। এছাড়াও নিজ দেশের ফ্রান্সের হয়েও পড়ছেন সমস্যায়। অবস্থা এমন দাড়িয়েছে যে রিয়াল মাদ্রিদের এই তারকার ফ্রান্সের জাতীয় ফুটবল দলে খেলার আগ্রহও কমেছে বলে জানা গেছে।
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের সঙ্গে তার সম্পর্কের অবনতির কারণে এমবাপ্পে এই সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
এমবাপ্পে সম্প্রতি টানা দ্বিতীয়বারের মতো ফরাসি দল থেকে বাদ পড়েছেন, যা তার এবং দেশমের সম্পর্কের টানাপোড়েন আরও বাড়িয়ে তুলেছে। ফরাসি সাংবাদিক রোমেন মোলিনার বরাত দিয়ে জানা গেছে, দেশমের সঙ্গে দ্বন্দ্বের কারণে এমবাপ্পে ক্লেয়ারফন্তেইনে (ফরাসি ফুটবল সেন্টার) ফিরে আসতে চান না এবং এই মুহূর্তে জাতীয় দলে ফেরারও তার কোন ইচ্ছা নেই।
দেশম এই সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘এমবাপ্পের সাথে আমার বেশ কয়েকবার আলোচনা হয়েছে। আমি সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি। তবে এটা এককালীন সিদ্ধান্ত এবং ব্যক্তিগত কোনো বিষয় এখানে প্রভাব ফেলছে না।’
তবে ফরাসি মিডিয়া সূত্রের মতে, এমবাপ্পে বর্তমান ম্যানেজমেন্টের অধীনে জাতীয় দলে খেলতে চান না এবং যা ফ্রান্স ফুটবলে আরও গভীর সমস্যার ইঙ্গিত দিচ্ছে।
এমবাপ্পের মা ও এজেন্ট ফায়জা লামারিও ফরাসি মিডিয়ার আচরণে অসন্তুষ্ট এবং তাদের অভিযোগ, এমবাপ্পে মিডিয়ার আক্রমণাত্মক আচরণের শিকার হচ্ছেন। তিনি ও এমবাপ্পে মনে করছেন, কিছু সংবাদমাধ্যম ইচ্ছাকৃতভাবে এমবাপ্পের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।
ফরাসি দলে না থাকায় আন্তর্জাতিক বিরতিতে এমবাপ্পে কিছুটা বিশ্রাম পাবেন, যা তাকে মানসিকভাবে পুনর্জীবিত হতে সাহায্য করতে পারে। এর আগে, রিয়াল মাদ্রিদের হয়ে ওসাসুনার বিপক্ষে মাঠে নামবেন তিনি, যেখানে ফর্ম ফিরে পেতে এবং নিজের অসন্তোষ কিছুটা মেটাতে চেষ্টা করবেন এই ফরাসি ফরোয়ার্ড।
মন্তব্য করুন