লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মৌসুমের শুরুটা প্রত্যাশামাফিক হয়নি। বিশেষ করে লা লিগায় চিরপ্র্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও এসি মিলানের কাছে লজ্জাজনক পরাজয়ের পর ক্লাবের কোচ কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।
লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা রক্ষার পথে আনচেলত্তির দল কাঙ্ক্ষিত ভারসাম্য খুঁজে পেতে হিমশিম খাচ্ছে, যার অন্যতম কারণ হিসেবে কিলিয়ান এমবাপ্পের দলের সাথে সঠিক সমন্বয় না হওয়াকে চিহ্নিত করা হচ্ছে। স্প্যানিশ গণমাধ্যমের অনেকগুলোতে দাবি করা হচ্ছে বরখাস্ত হওয়ার পথে আনচেলত্তি।
এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, ক্লাব এখনো আনচেলত্তির প্রতি আস্থা রাখছে এবং আশা করছে যে তিনি এই সংকট কাটিয়ে উঠবেন। ইতালীয় এই কোচের চুক্তি ২০২৬ সালের গ্রীষ্ম পর্যন্ত বর্ধিত রয়েছে, এবং সান্তিয়াগো বার্নাব্যু তাকে ধরে রাখার ব্যাপারেও তারা আগ্রহী। তবে রিয়াল একই সঙ্গে বিকল্পও ভেবে রাখছে।
শীঘ্রই রিয়ালের মাঠের পরিস্থিতির উন্নতি না হলে রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বিকল্প ব্যবস্থা নিতে বাধ্য হবেন। যদি আনচেলত্তিকে বিদায় দিতেই হয় তাহলে দুই সম্ভাব্য বিকল্প হিসেবে রিয়াল মাদ্রিদ কাস্তিলার কোচ রাউল গঞ্জালেস এবং সাবেক কোচ সান্তিয়াগো সোলারির নাম প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
আগামী শনিবার, ৯ নভেম্বর, রিয়াল মাদ্রিদ লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে। আনচেলত্তির দলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে ভালো পারফরম্যান্স প্রদর্শন করে কোচ তার অবস্থান আরও দৃঢ় করতে পারবেন। আর যদি রিয়াল এই ম্যাচেও পয়েন্ট হারায় তবে আনচেলত্তির জন্য টিকে থাকা কষ্টকর হবে।
মন্তব্য করুন