ফরাসি ফুটবল ক্লাব প্যারিস সেন্ট-জার্মেইয়ের (পিএসজি) ভক্তদের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে ‘ফ্রি প্যালেস্টাইন’ ব্যানার প্রদর্শন নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এই ব্যানার প্রদর্শনের পর ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো ঘটনাটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেন এবং এই বিষয়ে পিএসজির কাছ থেকে ব্যাখ্যা দাবি করেন। রেতাইয়ো জানান, তিনি এই ধরনের রাজনৈতিক বার্তার পেছনের কারণ জানতে চান এবং ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি হলে ব্যানার প্রদর্শনে বিধিনিষেধ আরোপের সম্ভাবনা বিবেচনা করবেন।
বুধবার (৬ নভেম্বর) প্যারিসের পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে পিএসজির প্যারিস আলট্রাস কালেক্টিভ (সিইউপি) সমর্থক গোষ্ঠী বিশাল আকারের (প্রায় ৫০ মিটার চওড়া ও ২০ মিটার লম্বা) একটি ব্যানার প্রদর্শন করে, যেখানে ফিলিস্তিন ও লেবাননের পতাকার সাথে জেরুজালেমের আল-আকসা মসজিদের ছবি দেখা যায়। ব্যানারের কেন্দ্রে একটি বার্তা ছিল, ‘মাঠে যুদ্ধ, কিন্তু বিশ্বে শান্তি,’ এবং এটিতে প্যালেস্টাইনের ঐতিহাসিক মানচিত্রও চিত্রিত করা হয়েছিল। পরে, ম্যাচ চলাকালীন সময়ে সমর্থকরা আরেকটি ব্যানারও প্রদর্শন করে, যেখানে লেখা ছিল, ‘গাজার একটি শিশুর জীবন কি অন্যদের তুলনায় কম গুরুত্বপূর্ণ?’
এই ঘটনায় ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী রেতাইয়ো বলেছেন, ‘এই ব্যানারের কোনো স্থান ছিল না স্টেডিয়ামে। ফুটবল মাঠ রাজনীতি থেকে মুক্ত থাকা উচিত এবং শুধু খেলাধুলার জন্য নিবেদিত একটি স্থান হওয়া উচিত।’ তিনি পিএসজির কাছ থেকে এই ব্যানারটি কীভাবে অনুমোদিত হলো তা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন। মন্ত্রী আরও জানান যে এই ধরনের ঘটনাগুলো ফুটবলের ঐক্যের মূল মানসিকতার সাথে অসঙ্গতিপূর্ণ এবং ভবিষ্যতে পুনরাবৃত্তি হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন। তিনি ফরাসি ফুটবল এবং উয়েফার বিধি-নিষেধের বিষয়টি উল্লেখ করে বলেন, ফুটবল ম্যাচে রাজনৈতিক বার্তা প্রদর্শনের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।
পিএসজি ঘটনার পরপরই এক বিবৃতি দেয়, যেখানে তারা জানায় যে ক্লাব কর্তৃপক্ষ এই ব্যানার সম্পর্কে পূর্বে অবগত ছিল না। বিবৃতিতে বলা হয়, ‘পার্ক দেস প্রিন্সেস একটি ফুটবলের জন্য নিবেদিত স্থান এবং এখানে শুধুমাত্র ফুটবলই মূল বিষয় হওয়া উচিত। পিএসজি রাজনৈতিক বার্তা প্রদর্শনের কঠোর বিরোধিতা করে।’
প্রসঙ্গত, এটি প্রথমবার নয় যে ফুটবল সমর্থকরা প্যালেস্টাইনের প্রতি তাদের সমর্থন প্রদর্শন করেছে। গত বছর স্কটল্যান্ডের সেলটিক ফুটবল ক্লাবও তাদের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে সমর্থকদের প্যালেস্টাইন পতাকা প্রদর্শনের কারণে প্রায় ১৯ হাজার মার্কিন ডলার জরিমানা দিতে বাধ্য হয়েছিল। সেলটিক সমর্থকেরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছিল, ‘আমরা প্যালেস্টাইনের প্রতি আমাদের সমর্থনে লজ্জিত নই, বরং আমরা গর্বিত।’
পিএসজি ম্যাচের মাত্র আট দিন পরেই প্যারিসে ইউরোপিয়ান নেশনস লিগের ম্যাচে ফ্রান্স ইসরায়েলের মুখোমুখি হবে। এই ম্যাচ ঘিরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ ফ্রান্সে ইউরোপের বৃহত্তম ইহুদি ও মুসলিম জনসংখ্যা রয়েছে। সম্প্রতি প্যারিস পুলিশ নিশ্চিত করেছে যে স্টেডিয়াম দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে, তবে এই ম্যাচ ঘিরে রাজনৈতিক উত্তেজনা এবং নিরাপত্তা ঝুঁকির বিষয়ে আলোচনা চলছে।
মন্তব্য করুন