ফুটবলে অন্যতম দুর্ভাগা একজন খেলোয়াড় হিসেবে বিবেচনা করা যেতে পারে ব্রাজিল ও সৌদি ক্লাব আল হিলালের তারকা নেইমার জুনিয়রকে। ফুটবল প্রতিভার দিকে দিয়ে শীর্ষে থাকা এই ফুটবলারের ক্যারিয়ারে ইনজুরি রেখেছে সবচেয়ে বড় ভূমিকা। মাত্রই বড় এক ইনজুরিতে এক বছর পর খেলতে নেমেছিলেন নেইমার, কিন্তু মাত্র দুই ম্যাচ পরেই আবারও ইনজুরিতে পড়েছেন তিনি। আর এবারের ইনজুরিতে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে।
আল হিলাল ও ব্রাজিলের তারকা নেইমার চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন বলে নিশ্চিত করেছে তার ক্লাব আল হিলাল। সোমবার (৪ নভেম্বর) এএফসি চ্যাম্পিয়নস লিগে ইরানের এস্তেগলালের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর তাঁর ফিটনেস নিয়ে আরও জল্পনা শুরু হয়েছে।
এক বছরের ইনজুরি থেকে ফিরে আল হিলালের হয়ে এটি ছিল নেইমারের দ্বিতীয় ম্যাচ। ৫৮তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি, তবে খেলার শেষ তিন মিনিটে বলের জন্য ঝাঁপিয়ে পড়ার সময় চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।
আল হিলালের কোচ জর্জ জেসুস সংবাদ সম্মেলনে বলেন, ‘দুর্ভাগ্যবশত, এটি তেমন সাধারণ চোট নয়। এটি মূলত পেশীর ব্যথা, যা হাঁটুর সঙ্গে সম্পর্কিত নয়।’ নেইমারও সামাজিক মাধ্যমে ভক্তদের জানিয়ে বলেন, ‘আশা করি বড় কিছু হবে না। এক বছর পর মাঠে ফিরলে এমনটা হওয়াই স্বাভাবিক। চিকিৎসকরাও আমাকে সতর্ক করেছিলেন, তাই এখন আমাকে আরও সাবধানে খেলতে হবে।’
নেইমারের বর্তমান চুক্তি ২০২৫ সালের জুন পর্যন্ত থাকলেও সৌদি গণমাধ্যমে গুঞ্জন উঠেছে, আল হিলাল হয়তো তাকে প্রো লিগের দ্বিতীয়ার্ধের জন্য রেজিস্টার নাও করতে পারে। আগস্ট ২০২৩-এ ৯০ মিলিয়ন ডলারে আল হিলালে যোগ দেওয়ার পর থেকে তিনি এ পর্যন্ত ক্লাবটির হয়ে মাত্র সাতটি ম্যাচ খেলেছেন। বর্তমানে তিনি সৌদি প্রো লিগে নিবন্ধিত নন, কারণ ক্লাবের ১০ জন বিদেশি খেলোয়াড় পূর্ণ সংখ্যা রয়েছে। তবে তিনি মহাদেশীয় প্রতিযোগিতায় খেলার অনুমতি পেয়েছেন।
আগামী জানুয়ারিতে একটি নতুন নিবন্ধন উইন্ডো খুলবে, যা নেইমারের ভবিষ্যতের ওপর নতুন সিদ্ধান্তের সম্ভাবনা তৈরি করছে।
Al Hilal confirm that Neymar has suffered a tear in his hamstring, which will keep him out for 4 to 6 weeks pic.twitter.com/4mK7KjOBaT — 433 (@433) November 6, 2024
মন্তব্য করুন