স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ১১:২৭ এএম
অনলাইন সংস্করণ

এই বার্সেলোনাকে থামাবে কে?

বার্সেলোনা ফুটবল দল । ছবি : সংগৃহীত
বার্সেলোনা ফুটবল দল । ছবি : সংগৃহীত

বর্তমান বিশ্বের সবেচেয়ে সেরা ফুটবল ক্লাব কোনটি? ফুটবলের খোঁজ খবর রাখে এমন কাউকে এই প্রশ্ন করা হলে এক বাক্যে উত্তর আসবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এমনকি বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী দলগুলোর সমর্থকও মানতে বাধ্য হবে বর্তমানে বার্সার ধারেকাছেও কোন ক্লাব নেই। জার্মান কোচ হ্যান্সি ফ্লিকের ছোঁয়ায় পুরোপুরি বদলে গেছে কাতালান ক্লাবটি। ফুটবল অঙ্গনে তাই এরইমধ্যে প্রশ্ন উঠে গেছে গোলের পর গোল করে যাওয়া এই বার্সেলোনাকে থামাবে কে?

বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিকও তার দলের এই অসাধারণ ফর্ম অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। বুধবার (৬ নভেম্বর) চ্যাম্পিয়নস লিগে রেড স্টার বেলগ্রেডকে ৫-২ গোলে হারিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাতটি ম্যাচ জয়ের ধারা বজায় রেখেছে বার্সা। এই সাতটি জয়ের প্রতিটিতেই অন্তত তিনটি করে গোল করেছে তারা যার মধ্যে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে চারটি করে গোলও এসেছে।

লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে এ মৌসুমে বার্সেলোনা ইতিমধ্যে ৫৫টি গোল করেছে, ম্যাচপ্রতি গড়ে যা ৩.৪ গোলের বেশি। ফ্লিক জানান, ফুটবলের প্রতি খেলোয়াড়দের ভালোবাসাই তাদের এই পারফরম্যান্সের চালিকাশক্তি।

‘পারফরম্যান্স চমৎকার,’ ম্যাচের পর সংবাদ সম্মেলনে বলেন ফ্লিক। ‘আমি দলের খেলা উপভোগ করছি। এই ফলাফলই বলছে তারা কতটা মনোযোগী। মাঠে পরিকল্পনা বাস্তবায়নের প্রতি তাদের প্রতিজ্ঞা দেখে ভালো লাগছে।’

বার্সেলোনা ২০১১-১২ মৌসুমের পর এই প্রথম টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ ম্যাচে তিন বা ততোধিক গোল করেছে এবং ২০১৭ সালের পর প্রথমবারের মতো সব প্রতিযোগিতায় টানা সাতটি ম্যাচে তিন বা ততোধিক গোলের কৃতিত্ব অর্জন করেছে। রবার্ট লেভানডফস্কি ও রাফিনিয়া এই গোলবন্যায় সবচেয়ে বড় অবদান রেখেছেন। বুধবারের ম্যাচেও দুজনেই গোল করেন। লেভানডফস্কি জোড়া গোল করেন এবং এটি ছিল তার মৌসুমের ১৮ ও ১৯ নম্বর গোল, যা চ্যাম্পিয়নস লিগে তার মোট গোলসংখ্যাকে ৯৯-এ পৌঁছে দিয়েছে।

কৌতুক করে ফ্লিক বলেন, ‘আগে জানলে হয়তো আমি ওকে বদলাতাম না। তবে রোববার লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের কথাও ভাবতে হয়েছে।’

ডিফেন্ডার জুলেস কুন্ডেও ম্যাচে উজ্জ্বল ভূমিকা রেখেছেন, ডান দিক থেকে তিনটি গোলে সহায়তা করেছেন। ফ্লিক বলেন, ‘জুলেস পুরো দলের জন্য অনুকরণীয় উদাহরণ। অনেকেই এই মৌসুমে উন্নতি করেছে এবং জুলেস একজন প্রকৃত পেশাদার।’

তবে ম্যাচে সামান্য অস্বস্তি বয়ে এনেছে ১৭ বছর বয়সী সেন্টার-ব্যাক পাউ কুবারসির মুখে আঘাত পাওয়া। ফ্লিক জানান, এটি গুরুতর নয়, কয়েকটি সেলাই লেগেছে মাত্র এবং তিনি সোসিয়েদাদের বিপক্ষে খেলতে পারবেন বলে আশাবাদী।

এই জয়ে নতুন চ্যাম্পিয়নস লিগ টেবিলে শীর্ষ আটে উঠে এসেছে বার্সেলোনা, আর তাদের জয়ের এই ধারার পেছনে রয়েছে ফুটবলের প্রতি তাদের গভীর ভালোবাসা ও প্রতিযোগিতার মানসিকতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারি

বৃদ্ধ কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিল আনসার-ভিডিপি

বিচার বিভাগ সংস্কারে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

ফাঁদে পা না দেওয়ার আহ্বান আহমাদুল্লাহর

তিন মাসে অন্তর্বর্তী সরকার অনেক কাজ করেছে : মির্জা ফখরুল

বাংলাদেশ ও ভারত সেনাপ্রধানদের ভার্চুয়াল বৈঠক

আরশের দুই হাতের ঘড়ি দেওয়া সেই প্রেমিকা তানিয়া বৃষ্টি

দেশ ছাড়তে চান ৫৫ শতাংশ তরুণ : গবেষণা

শিল্পকলায় গাইবেন র‍্যাপার হান্নান

৬ দিনের রিমান্ডে আমির হোসেন আমু

১০

ঘুষ দিতে না পারায় প্রবাসীর স্ত্রীকে হোটেলে যাওয়ার প্রস্তাব এএসআইয়ের

১১

এবার কতদিনের জন্য মাঠের বাইরে নেইমার?

১২

মার্কিন নির্বাচনে ৫ বাংলাদেশির জয়

১৩

ক্ষমতা গ্রহণের দুই সেকেন্ডের মধ্যে যাকে চাকরিচ্যুত করতে চান ট্রাম্প

১৪

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালকের পরিচয়

১৫

ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন বাইডেন

১৬

পটুয়াখালীতে বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা আটক

১৭

রোববার বৃষ্টি! তারপর কি জাঁকিয়ে নামবে শীত

১৮

কুমিল্লায় মাদ্রাসাছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

১৯

ইন্টার্ন নিচ্ছে বিমান বাংলাদেশ, বয়সসীমা ৩০ বছর

২০
X