সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের পুনর্নির্মাণের অংশ হিসেবে, রিয়াল মাদ্রিদ তাদের ঐতিহাসিক সংগ্রহ থেকে বেশ কিছু মূল্যবান সামগ্রী নিলামে তুলছে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে কিংবদন্তি খেলোয়াড়দের ব্যবহৃত ২৪টি লকার, যার প্রতিটির নিলাম শুরু হবে ১০,০০০ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ১৩ লাখ টাকা) থেকে।
রিয়াল মাদ্রিদের ‘গ্যালাকটিকোস’খ্যাত তারকা খেলোয়াড়দের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদো, ডেভিড বেকহ্যাম, জিনেদিন জিদান, সার্জিও রামোস, করিম বেনজেমা এবং লুকা মদ্রিচের ব্যবহৃত লকারও অন্তর্ভুক্ত রয়েছে। ১২ নভেম্বর লন্ডনে সথেবিস গ্যালারিতে এই লকারগুলো প্রদর্শিত হবে, যেখানে ভক্তরা প্রদর্শনীতে এসে আইটেমগুলো সরাসরি দেখতে পারবেন।
স্টেডিয়ামের এই ঐতিহাসিক জিনিসপত্র নিলামে তুলে রিয়াল মাদ্রিদ তাদের ৫০০ মিলিয়ন ইউরো (প্রায় ৬৪৯ মিলিয়ন ডলার) ব্যয়ে তৈরি হওয়া স্টেডিয়াম উন্নয়নের খরচের কিছুটা পুনরুদ্ধার করতে চাইছে। নিলামের আয়ের একটি অংশ রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনের জন্যও ব্যয় করা হবে।
সথেবিস গ্যালারির একজন প্রতিনিধি বলেন, ‘রিয়াল মাদ্রিদের এই ঐতিহাসিক সংগ্রহ নিলামে তুলতে পেরে আমরা গর্বিত। ২০০২ থেকে ২০২২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদ প্রথম দলের ব্যবহৃত লকারসহ অন্যান্য স্মারক সংগ্রহে রাখা হচ্ছে। ফুটবলপ্রেমী ও সংগ্রাহকদের জন্য এটি এক অসাধারণ সুযোগ। আমরা নভেম্বর মাসে লন্ডনে বিনামূল্যে এই প্রদর্শনীতে সকলকে স্বাগত জানাতে অপেক্ষায় রয়েছি।’
এই নিলামে লকার ছাড়াও তিন মিটার চওড়া ক্লাবের একটি বিশাল মোজাইক ক্রেস্ট এবং বার্নাব্যুতে ব্যবহৃত ধাতব দরজাগুলিও থাকবে, যার জন্য প্রাথমিক মূল্য ধার্য করা হয়েছে ১২,০০০ ইউরো।
মন্তব্য করুন